করোনা দুর্যোগ প্রতিরোধে সন্দ্বীপ পৌর মেয়র টিটু ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় পাচ্ছে মানুষেরঃ
জামসেদ আলম(সন্দ্বীপ প্রতিনিধি): করোনা দুর্যোগের মধ্যে অনেকে যখন নিজেকে নিরাপদ করতে ব্যস্ত ঠিক তখনি সন্দ্বীপ পৌর-মেয়র জাফর উল্ল্যা টিটুর ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসা পাচ্ছে সাধারণ মানুষের। তিনি করোনা কে সচেনতার মাধ্যমে প্রতিরোধ করতে পৌরবাসীর খোঁজ-খবর নিচ্ছেন।পৌঁছে দিচ্ছেন মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটেইজার এবং মোড়ে মোড়ে বিভিন্ন ফেস্টুন, মাকিং,পানি ভর্তি ড্রাম সহ ইত্যাদি উপকরণ।প্রতিটি ডিভাইসে লেখা রয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার নির্ধারিত স্থান হতে হাত ধৌত করুন।মেয়র প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পৌর এলাকায় ঘুরে মানুষকে ঘরে অবস্থান করতে পরামর্শ দিচ্ছেন।নিজে দাঁড়িয়ে থেকে পৌরসভার বিভিন্ন স্থান পরিষ্কার -পরিচ্ছন্নতা করার পাশা-পাশি জীবানুশাসক স্প্রে করে দিচ্ছেন।স্থানীয় লোকজন বলেন -প্রতিটি তিনি দুঃসময়ে আমরা পৌর মেয়রকে পাশে পাই।এবারও তার ব্যতীক্রম হয়নি।পৌর মেয়রের এমন উদ্যোগকে সাধারণ মানুষ গুলো স্বাগতম জানিয়ে তার প্রশংসা করছেন।