ভোলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭০০ পরীক্ষার্থী

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি- চ্যানেল ২১ : সারা দেশের মতো ভোলাতেও আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার ভোলা জেলায় মোট ২৩ হাজার ৭০০ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১৪ হাজার ৬৭৮ জন, দাখিল পরীক্ষার্থী ৭ হাজার ৭৪৫ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ২৭৭ জন।

পরীক্ষা গ্রহণের জন্য জেলায় মোট ৪৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে এসএসসির জন্য ২৬টি, দাখিলের জন্য ১৫টি এবং ভোকেশনালের জন্য ৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ২৮৪ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। এ বছর এসএসসিতে ৬৮২ জন, দাখিলে ১ হাজার ৩৩৬ জন এবং ভোকেশনালে ২৬৬ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে।

প্রথম দিনে তিনটি বিভাগেই বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ বিষয়ে ভোলা জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফজলে গোফরান জানান, “আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রশাসনিক নিরাপত্তাও জোরদার থাকবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুলিয়ায় সাংবাদিকদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

Share the post

Share the postমো: শাকিল শেখ ,সাভার(ঢাকা) : গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যা,সাভারে ৭১টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে হত্যাচেষ্টাসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় […]

মান্দায় শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে আহত করলেন বিএনপি নেতা

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : শত্রুতার জের ধরে নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামের মোছাঃ শরিফা (৪৫) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই গ্রামের মোঃ মেহেদী হাসান টগর (৩৫) বিরুদ্ধে। রবিবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে নশরতুল্যা বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মোছাঃ শরিফা মোঃ রাশেদ খামারুরের স্ত্রী। স্থানীয়রা শরিফাকে উদ্ধার করে মান্দা […]