

মোঃ হৃদয় জবি প্রতিনিধি:ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান বর্বর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে গৃহীত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল ৭ এপ্রিল ২০২৫ তারিখে শিক্ষক সমিতির সকল প্রতিবাদী কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে প্রশাসন তাদের আনুষ্ঠানিক অবস্থান জানায়।রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজায় নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর চলমান আগ্রাসন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসন মানবতা ও ন্যায়বিচারের পক্ষে একসাথে অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামীকাল বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করবে, যার মধ্যে মানববন্ধন, মৌন পদযাত্রা ও আলোচনাসভা অন্তর্ভুক্ত রয়েছে।