মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়কে (নরসিংদী অংশ) শৃঙ্খলা ফেরাতে মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে নরসিংদী জেলা ট্রাফিক  পুলিশের জনসচেতনতামূলক মাইকিং করা হয়।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়, সাহেপ্রতাব, পাঁচদোনা মোড়, মাধবদী, ইটাখোলা মোড় সহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং কার্যক্রম প্রাথমিক পর্যায়ে শুরু করা হয়। এ জনসচেতনতামূলক প্রচারণা মহাসড়কের বিভিন্ন এলাকায় চলমান থাকবে।
জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে মহাসড়কে থ্রি হুইলার বন্ধে সড়কের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মহাসড়কে চলাচলরত যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণের মহাসড়কে চলাচলের বিষয়ে সচেতনতা মূলক মাইকিং ও মহাসড়কে যাতে থ্রি হুইলার না চলে সে বিষয়েও সবাইকে অবগত করা হয়। তিনি আরও বলেন, সবাইকে মহাসড়কে শৃঙ্খলা মেনে ও সাইড লেন মেনে চলাচলের জন্যে পরামর্শ দেন এবং শৃংখলার ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণ সহ সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া মহাসড়কে থ্রি হুইলার বন্ধে জেলা ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জনসচেতনতামূলক মাইকিং, প্রচারণা ও লিফলেট বিতরণকালে জেলা ট্রাফিক পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা।

Share the post

Share the postমোঃ রুবেল: ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ।স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন’ ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের ৬৪ টি জেলায় ও ৮ বিভাগের চলোমান কর্যক্রম। চট্টগ্রাম বিভাগীয় কমিটি নিয়ে নতুন পথ চলার দায়িত্ব তুলে দেওয়া হল। একের কাঁদে অন্য হাত,মানবতার বাঁধন টিকে থাক,এই স্লোগানকে বুকে লালন করে একদণ তরুণ স্বেচ্ছাসেবক মানবতার […]

চন্দনাইশে মানবতার ফেরিওয়ালার পক্ষ থেকে এক নারীকে সেলাই মেশিন উপহার

Share the post

Share the postমোঃ রুবেল খান, চট্টগ্রাম:চন্দনাইশের মধ্যম হাশিমপুর ৪নং ওয়ার্ডের মোজাহের পাড়ার বাসিন্দা মুন্নি নামে এক নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।