বগুড়ায় পুলিশের সঙ্গে অশালীন আচরণে স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকর্মী আটক

Share the post
এস.এম.জয়, বগুড়া : বগুড়ায় মদ্যপ অবস্থায় পুলিশ কর্মকর্তার সাথে অশালীন আচরণ করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকর্মীকে জনগণ আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে বগুড়া শহরের সাতমাথা থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন (৩৬), স্বেচ্ছাসেবক দলের কর্মী আহসান হাবিব (১৮) ও নুরুল ইসলাম (১৮)। তারা সকলেই বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে একজন পুলিশ কর্মকর্তা তার সরকারি গাড়িতে স্ত্রী ও মেয়েকে সাথে নিয়ে সাতমাথায় চা পান করতে আসেন। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করেন, ‘এত রাতে আপনার সাথে থাকা মহিলা কে?’ এসময় ওই পুলিশ কর্মকর্তার সাথে রুহুল আমিনের তর্কবিতর্ক হয়। ঘটনাস্থলে থাকা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেরাজুল ইসলামের হস্তক্ষেপে ওই পুলিশ কর্মকর্তা স্ত্রী-সন্তানকে নিয়ে চলে যান। এসময় উপস্থিত কিছু লোকজন পুলিশের পক্ষ নিয়ে কথা বলতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদেরকে মারধর শুরু করেন। এ দৃশ্য দেখে উপস্থিত লোকজন তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ধরনের কর্মীকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মাতাল অবস্থায় পুলিশ কর্মকর্তার স্ত্রী-সন্তানের সামনে অসৌজন্যপূর্ণ আচরণ করে। পরে উপস্থিত লোকজন প্রতিবাদ করলে তারা জনগণের উপর চড়াও হয়। পরে পুলিশ তাদেরকে আটক করে এবং রাতেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালের সনদ অনুযায়ী তারা মদ্যপ অবস্থায় ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]