

মোঃ আলমগীর হোসাইন, কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধিঃ ২৬ মার্চ) “গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিক ও যুব সমাজের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নেওয়া হয় – দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা।”
“অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী উলামা পরিষদের সভাপতি মুফতি উবায়দুল্লাহ্ বিন সাঈদ। তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। এই উদ্যোগ সমাজে মানবতার নজির স্থাপন করবে।”
“বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মোঃ রফিকুজ্জামান রফিক এবং সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ ইসমাঈল হোসেন ইমরান। তারা বলেন, শ্রমিকদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর এ উদ্যোগ সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনবে।”
“অনুষ্ঠানের শেষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়, দোয়া পরিচালনায় ছিলেন মুফতি আব্দুল মতিন সিরাজী, (সাধারণ সম্পাদক) জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, কোনাবাড়ী থানা। সেখানে উপস্থিত ছিলেন ওলামায়ে কেরাম, রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ ও পৃষ্ঠপোষকতায় ছিলেন সংগঠনের সদস্যরা।”
“গার্মেন্ট শ্রমিক ও যুব সমাজের সভাপতি জনাব মোঃ লিটন সরকার জানান, শ্রমিকদের জন্য দ্রুত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে তারা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা নিয়েছেন। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন।”
“এই মহৎ উদ্যোগের বাস্তবায়ন হলে শ্রমিক ও অসহায় মানুষদের জন্য এটি হবে একটি যুগান্তকারী সহায়তা। শ্রমিকদের কল্যাণে এই মানবিক উদ্যোগ কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।”