চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, কিশোর গ্যাংয়ের ভয়ে আতঙ্কিত এলাকাবাসী

Share the post
ইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে তারাবির নামাজের সময় এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আহত যুবক বর্তমানে ঢাকায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গত ০৯ মার্চ জেলা শহরের চরমোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন চরমোহনপুরের লাহাপাড়া গ্রামের মো. আশরাফুলের ছেলে৷ রাজমিস্ত্রী মো. ইমন। এ ঘটনায় আহত ইমনের পরিবার ও এলাকাবাসী কিশোর গ্যাংয়ের আতঙ্কে দিন পার করছেন।
জানা যায়, গত ৬ মাস আগে ক্যারাম খেলাকে কেন্দ্র করে চরমোহনপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের দুই জন আহত হয়েছেন। আহত দুই জনের একজন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুরের লাহাপাড়া গ্রামের মো. আশরাফুলের ছেলে মো. ইমন এবং অপরজন চরমোহনপুরের নিচপাড়া গ্রামের  মো. এফতাজ আলীর ছেলে মো. ইব্রাহিম।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয়মাস আগে ইশারুল ও ইমনের মধ্যে কেরাম খেলা নিয়ে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গ্রাম্য সালিশের মাধ্যমে ইমনকে ৪০ হাজার টাকা জরিমানা করে মীমাংসা করে দেয়। কিন্তু সালিশের ৬ মাস পরে এরই ধারাবাহিকতায় ৯ মার্চ রবিবার তারাবির নামাজের সময় ইমনকে একা পেয়ে বেধড়ক পিটুনি দেয় এবং ধারালো অস্ত্রের মাধ্যমে মাথায় আঘাত করে।
জানা যায়, ইমনকে কোপানোর সময় চিৎকার করলে ছুটে আসেন আশেপাশের লোকজন ও পাশেই থাকা মসজিদের মুসল্লীরা। পরে মসজিদের মুসল্লী ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে ইমন।
প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, হঠাৎ করে চিৎকার শুনে সর্বপ্রথম ছুটে আসি ইমনের কাছে। এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছি। তাকে জিজ্ঞেস করি, কি হয়েছে, সে শুধু বলে আমাকে মেরে ফেলবে। তারা লুকিয়ে আছে, আমাকে হাসপাতালে নিয় যান। পরে মসজিদের মুসল্লীরা আসলে তাকে উদ্বার করে হাসপাতালে নেয়া হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, ৬ মাস আগে বিরোধ সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। কিন্তু এরপরেও ইসারুলের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা রাতের অন্ধকারে তাকে মেরে ফেলার পরিকল্পনা করে। ধরালো অস্ত্র দিয়ে জখম করে মাথায় আঘাত করে। আশপাশের মুসল্লীরা তার চিৎকারে ছুটে আসলে পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্যরা।
আহত ইমনের বোন শ্যামলী খাতুন বলেন, আমার ভাইয়ের সাথে কোন বিরোধ ছিল না কারো। এলাকার দুইটি পক্ষের ঝামেলা হয়েছিল সেটিও প্রায় ৬ মাস আগে। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তা সমাধান করেও দেয়। কিন্তু হঠাৎ ইসারুলের নেতৃত্বে আমার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই। এই হামলার পর আমরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয় বাসিন্দা তারেক আজিজ বলেন, একটি মিমাংসিত বিষয় নিয়ে উল্টো ইমনের পরিবারকে হয়রানি করতে ইসারুলের পরিবার ও তার কিশোর গ্যাংয়ের সদস্যরা নানারকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমনকি তারাই মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা এলাকায় শান্তি চাই। স্থানীয় প্রশাসনের নিকট অনুরোধ, দ্রুত হত্যাচেষ্টাকারীদের আটক করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর বলেন, প্রাথমিকভাবে মারামারির সত্যতা পাওয়া গেছে। এই বিষয়ে ইমনের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সাবেক এমপি হারুনুর রশীদের

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে জাতীয়তাবাদী দল, চাঁপাইনবাবগঞ্জ সদর এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পেশাজীবী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও […]

বিরামপুরে বড়মাঠ একাদশের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Share the post

Share the postমোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): ২৬শে মার্চ মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বড়মাঠ একাদশ এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বড় মাঠের স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য তন্ময় হোসেন, হাসিম সরকার, জুনায়েদ সহ সকল সদস্যবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে বুধবার সকাল থেকেই সারাদিন ব্যাপী বড় মাঠে কুরআন তিলাওয়াত সহ […]