

জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না। এ জন্যই আমাদের লড়াই। আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার শুধু নই, বিচারের রায় ও কার্যকর করতে হবে। তাছাড়া আগামী ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই ৯১ দিন যেন পার না হয়। স্থানীয় সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে আয়োজিত আছিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান।
এ সময় তিনি আরো বলেন, গত সপ্তাহে এখানে ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক, একটি নগ্ন ঘটনা ঘটেছে। এর আগেও এরকম লম্পটের হাতে অনেক মা বোনের ভ্রুণ, অনেক মা-বোনের জীবন তছনছ হয়ে গিয়েছে। যখন জনগণ কথা বলে তখন তাদের গ্রেফতার করা হয়। তারপর ঘটনার আর কোন বিচার হয় না। আর এ বিচারহীনতার কারণে বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। পাশাপাশি আমাদের সমাজে অপসংস্কৃতির যে সয়লাব, আর এ অপসংস্কৃতির সুযোগে ঘরে ঘরে আজকে বেহায়াপনা চলছে। মেগা সিরিয়াল ও ইন্টারনেটের অবৈধ ব্যবহার ছড়িয়ে পড়েছে। আর এগুলোর কারণে গোটা সংস্কৃতি সব কিছুকে একদম তছনছ করে দিচ্ছে। এই শিশুটি লাঞ্চিত হলো, সারা বাংলাদেশ আজ লাঞ্চিত হলো। মানুষকে পশুর সমান নামিয়ে এনেছে সংস্কৃতি। এ সংস্কৃতি অভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক এ নোংরা সংস্কৃতি আমরা বন্ধ করতে চাই। ধর্ষণের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু আজ পর্যন্ত কোন মৃত্যুদণ্ড দেওয়া হয় না, যাও দেওয়া হয় তাও হাতে গোনা। প্রধান আসামিকে বাঁচিয়ে ফলস আসামিকে অনেক সময় ফাঁসি দিয়ে দেয়। যদি ইসলামের আইন চালু করা হয় তাহলে অবশ্যই অবশ্যই সর্বদা ন্যায় বিচার নিশ্চিত হবে।
তিনি আরো বলেন, আসুন শুধু মাগুরায় নয়, সারা বাংলাদেশে যারা এই অপকর্মে লিপ্ত হবে আমরা সামাজিকভাবে তাদের বয়কট করি। আসুন আমরা সকলে এই শিশুটির জন্য দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি। এবং সারা বাংলাদেশে এরকম যত জঘন্য অপরাধ হয়েছে সেগুলোর বিচার হোক, সেটা আমরা আল্লাহর কাছে কামনা করি।
মাগুরার শ্রীপুরে আলোচিত আছিয়া খাতুনের কবর জিয়ারত, দোয়া মাহফিলে যোগদান ও আছিয়ার বাড়িতে শনিবার সকালে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মাগুরা জেলা আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হুসাইন, সাবেক জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল মতিন, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান প্রমুখ।
এর আগে তিনি শনিবার সকাল ৯ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন। সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৯ টার দিকে হেলিকপ্টারটি অবতরণ করে। এরপর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোনাইকুন্ডী সম্মিলিত কবর স্থানে আছিয়ার কবর জিয়ারত করে। পরে সোনাইকুন্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়ার মাহফিলে অংশগ্রহণ শেষে আছিয়ার পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে যান।