ইসলামকে অবমাননা করে পোস্ট – কমেন্ট ; ক্ষুব্ধ সাধারন শিক্ষার্থীরা
সবুজ মিয়া, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, পাবিপ্রবি, পাবনা:বেশ কদিন ধরেই সমগ্র দেশ ধর্ষণ ইস্যুতে সোচ্চার হয়ে উঠেছে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে তাদের মতামত প্রকাশ করছেন। ধর্ষণের হার বৃদ্ধির কারণ হিসেবে নেটিজেনরা অনেক কারণ দেখাচ্ছেন, করছেন সমালোচনা। এরই ধারাবাহিকতায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা ( URP) বিভাগের ২০২১-২২ শেসনের একজন শিক্ষার্থী (প্রণয় কুন্ড), ইসলামকে ইঙ্গিত করে ফেইসবুকে একটি আপত্তিকর পোস্ট করেন। ঐ পোস্টে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অন্য আরেক জন শিক্ষার্থী ( বিকর্ন দাস দিব্য) ডক্টর জাকের নায়েক এবং তার ভক্তদের উদ্দেশ্য করে অপ্রীতিকর মন্তব্য করেন যা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের কারণ হয়ে দাড়িয়েছে। শিক্ষার্থীরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাকে নেতিবাচক হিসেবে দেখছেন এবং তারা প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি উত্থাপন করছেন। তারা বলছেন যে, “কোনো ধর্ম’ই ধর্ষণের মতো জঘন্য অপরাধ কে সমর্থন করে না বরং তা থেকে বিরত থাকার কথা বলে। কিন্তু তাদের পোস্ট এবং কমেন্ট এর মাধ্যমে স্পষ্ট ভাবে ইসলাম কে ইঙ্গিত করে কথা বলা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। এদেরকে জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং একইসাথে সাথে প্রশাসনকেও এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। “
ইতোমধ্যে প্রশাসন থেকে তাদেরকে একদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।