মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ঈদকে সামনে রেখে মাদক কারবারিদের বিরুদ্ধে তৎপর রয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে ডিবির অভিযানে পৌর এলাকার কাঠপট্টি শাহী মসজিদ এলাকা থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মতিন (৪৮) নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত মতিন পশ্চিম ঝালকাঠি এলাকার মৃত মানিক হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গণমাধ্যমকে জানান, আটককৃত মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এটি গত এক সপ্তাহে ডিবির দ্বিতীয় মাদকবিরোধী অভিযান। এর আগে ১ মার্চ কৃষ্ণকাঠি (পেট্রোল পাম্প মোড়) এলাকায় অভিযান চালিয়ে ১,০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন হাওলাদার (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ঈদকে সামনে রেখে মাদক কারবারিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রায়ই সড়কপথে দূরপাল্লার পরিবহনে মাদকের চালান আসে। পুলিশের তৎপরতা বাড়ালে এদের দমন করা সম্ভব হবে।