নতুন দায়িত্ব পেলেন ইউসুফ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ খেলেছে পাকিস্তান। সেই দুই ম্যাচেই হেরেছে স্বাগতিকরা। যেখানে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থ ছিল মোহাম্মদ রিজওয়ানের দল। ঘরের মাঠে এমন বাজে পারফরম্যান্সের পর এবার তাদের কোচিং প্যানেলেও এসেছে পরিবর্তন। নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে পিসিবি
এতদিন পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন মোহাম্মদ ইউসুফ। এবার পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন তিনি। আসন্ন নিউজিল্যান্ড সফরেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন ইউসুফ
২০২২ সালেও জাতীয় দলের ব্যাট কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই ক্রিকেটারের। এ ছাড়া পাকিস্তানের নির্বাচক ও পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন ইউসুফ।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করতে পারেনি পাকিস্তান। ভারত ও নিউজিল্যান্ডে বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন বাবর-রিজওয়ানরা। পুরো টুর্নামেন্টেই ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে তাদেরকে
ব্যাটারদের ব্যর্থতার পর ব্যাটিং কোচ শহীদ আসলামকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসলামের জায়গায় নতুন ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন ইউসুফ।