পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

Share the post

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।

ব্রাইট স্টার ক্লাবের সভাপতি তাজ উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ, রংপুরের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর। বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এস.এম শফিকুল ইসলাম, তউপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমন্বয়ক সারজিস আলম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ডিরেক্টর মোহাম্মদ মঞ্জু মোল্লা, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি: এর ডিরেক্টর অঞ্জন মল্লিক এফসিএ,  তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবীর, উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদত হোসেন রঞ্জু, উপজেলা বিএনপি সদস্য সচিব রেজাউল করিম শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু সাঈদ মিঞা , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া এবং মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা।

জানা যায়, উপজেলার শারিয়ালজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজ নগর প্রাথমিক বিদ্যালয়, দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামরীগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িমুটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু স্বর্গ প্রাথমিক বিদ্যালয়, সান ফ্লোয়ার প্রাথমিক বিদ্যালয় ও হিউম্যান কেয়ার মাদরাসা সহ দুই ব্যক্তির নামে ১২শ ১৭ জন শিক্ষার্থীর মাঝে এই শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়। আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবিতে শেরপুর জেলা সমিতির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক জুয়েল

Share the post

Share the postরাবি প্রতিনিধি: রাজশাহীর বিশ্ববিদ্যালয় (রাবি) শেরপুর  জেলা সমিতির ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আতিক তালুকদারকে সভাপতি ও মো. জুয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে সংগঠনটির উপদেষ্টাগণ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান  বিভাগের অধ্যাপক ড.হাবিবুর রহমান নতুন […]

জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কোর্ট চত্বরে চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম […]