রাজাপুরে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সাবেক ইউপি সদস্য’র সংবাদ সম্মেলন

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ আলী হোসেন সহ কয়েক জনের নামে অপপ্রচার ও  মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক ইউপি সদস্য মোঃ আলী হোসেন।শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজাপুর সদরের মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কনভেনশন সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে আলী হোসেন জানান যে, গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের বিরুদ্ধে জাহানারা বেগম নামের এক নারী সংবাদ সম্মেলন করেছেন। যেখানে আমি সহ আব্দুল হাই, জাকির হোসেন, মাহবুব, গোলাম হোসেন মাসুম হাওলাদার, বাতেন হাওলাদার, জাহিদ হোসেন, বাবুল হাওলাদার, কামরুল হাওলাদার ও ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদ হাওলাদারকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপাস্থাপন করেছেন। যার উদ্দেশ্য ছিল আমাদের সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করা। জাহানারা বেগম আমাদের বিরুদ্ধে ২০২২ সালের ১৪ই আগষ্ট ঝালকাঠি জেলা লিগ্যাল এইড এ একটি মামলা দায়ের করেন। মামলার বাদি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার যা পরবর্তীতে নিষ্পত্তি হয়ে যায়। ২০২২ সালে আমাদের বিরুদ্ধে রাজাপুর থানায় অভিযোগ দিয়েছিলেন জাহানার বেগম যা স্থানীয়ভাবে মিমাংসা হয়। এরপরে ২০২৩ সালের ৫ অক্টোবর ঝালকাঠি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে আমাদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেন যা বর্তমানে চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে জাহানার বেগম অভিযোগ করেছে যে আমরা তাদের পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছি যা মিথ্যা ও ভিত্তিহীন। মুলত ৫৮ সালের ২০ জুন জাহানারা বেগমের দাদা ওহাব আলী তার সম্পত্তি স্থানীয় আকুব আলী সিকদারের কাছে বিক্রয় করেন। পরবর্তীতে আকুব আলী সিকদারের ওয়ারিশগণ আমার পিতা সফিজ উদ্দিন হাওলাদারের কাছে ওই সম্পত্তি বিক্রয় করেন।

জাহানারা বেগম আরো অভিযোগ করেছেন যে তার ভাই চান্দুকে ১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদের পরিবারের অন্য সদস্যদের এলাকা ছাড়তে বাধ্য করা হয়। মূলত চান্দু ডাকাতির সাথে যুক্ত থাকায় তার কি হয়েছিলো তা আমাদের কারো ই জানা নেই। ২০২২ ঝালকাঠি লিগ্যাল এইড এ জাহানারা বেগমের দায়ের করা মামলায় চান্দু আকন হত্যার বিচার চেয়েছিলেন যা ভিত্তিহীন হওয়ায় বিজ্ঞ আদালত আমলে নেয়নি।জাহানারা বেগম ও তার পরিবারের সদস্যরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য একের পর এক মিথ্যা অভিযোগ সাজিয়ে যাচ্ছেন। এ বিষয়ে মহামন্য আদালত সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের সু- দৃস্টি কামনা করেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তেঁতুলিয়ায় ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি’র পণ্য বিতরণ করছেন না টিসিবি ডিলারগণ

Share the post

Share the postপঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপজেলার সাতটি ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি পণ্য বিতরণ করছেননা কতিপয় টিসিবি ডিলারগণ। সময়মত টিসিবি পণ্য না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কার্ডধারীদের। বৃহস্পতিবার (১৩ মার্চ) তেঁতুলিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে খোঁজখবর নিলে এমন তথ্য পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা […]

রাবির ইংরেজি বিভগের নারী শিক্ষার্থীকে হেনস্তা : গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আল্টিমেটাম

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে হেনস্থা ও মারধরের ঘটনার পুলিশ ২৪ ঘন্টা সময় চেয়েও আসামি তন্ময়কে গ্রেপ্তার করতে না  পারায় ২ ঘন্টার আল্টিমেটাম বেধে দিয়ে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল (১২মার্চ) কাজলার পুলিশ ফাড়ি সংলগ্ন বিশ্ববিদ্যালয় গেটের সামনে শারীরিকভাবে হেনস্তা ও মারধরের […]