ইসলামী ফ্রন্ট প্রার্থীর নির্বাচন স্থগিতের দাবিতে স্মারকলিপি প্রদান
মুজিবুল হক, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক)নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এম.এ.মতিন আসন্ন সিটি নির্বাচন স্থগিতের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।আজ সকাল এগারটায় আঞ্চলিক নির্বাচন এই স্মারকলিপি প্রদান করা হয়।এ সময় এম.এ.মতিন জানান -”দিন যত গনিয়ে আসছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনার প্রভাব ততই বেড়ে চলেছে এর মধ্যে হাজার হাজার লােকের সমাগমের মাধ্যমে নির্বাচন আয়োজন মানে মানুষের জীবন নিয়ে খেলা করা”।তিনি আরও জানান জনগণ আমাদের কাছে মূখ্য বিষয়,জনগণই আমাদের প্রাণ,মহামারীর এই সময়ে আমরা জনগণকে বিড়ম্বনায় ফেলতে চাই না,আমরা সামগ্রিক পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে নির্বাচন স্থগিতের দাবি জানাচ্ছি। এসময় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ সহ ইসলামী ফ্রন্টের উর্ধতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
