মোহনগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে দোকানের মালামাল লুট, থানায় মামলা

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে মামুন মিয়া নামে এক লরি ও মেশিনারিজ ব্যবাসায়ীকে মারধর করে দোকানে থাকা মেশিনারিজ যন্ত্রপাতি লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এসময় দোকানের সামনে থাকা একটি লরি গাড়িও নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। মামলায় আসামিরা হলেন, উপজেলার বিরামপুর গ্রামের আকিকুল (৪০),  ফয়সাল আহমেদ খোকন (৩৮), সোহেল রানা (৩২), সোহাগ রানা (২৭) ও পানুর গ্রামের মোজাম্মেল (৩৮), আনোয়ার (৪০), রনি (৩৫), সোহান (২৭), জসিম উদ্দিন কলি (৩৭), হাফিজুর (২৫), সুমন (২৬), ফাহিম (২০), খোকা (২২), জসিমসহ (৩০) অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন।
পৌরশহরের নওহাল এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের অদূরে থাকা মামনুন এন্টারপ্রাইজ নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানে গত ৩০ আগস্ট এ হামলা ও লুটের ঘটনা ঘটে। এদিনই রাতে থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী মামুন মিয়া। ব্যবসায়ী মামুন মিয়ার বাড়ি উপজেলার বিরামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিমি পৈরশহরের টেংগাপাড়া এলাকায় বসবাস করেন। মামুন মামলার অভিযোগে মামুন মিয়া জানান, গত ৩০ আগস্ট সকালে মামুন এন্টারপ্রাইজ নামক লরি ও মেশিনারিজ দোকানে বসা ছিলাম। পূর্ব শত্রুতার জেরে আসামিরা একত্রে আমার দোকানে ঢুকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লোহার রড ও হকিস্টিকসহ দেশী অস্ত্র দিয়ে বেধড়ক মারধর শুরু করে। সেইসাথে দোকানে থাকা ৫ লাখ টাকার মেজিনারিজ পার্টস লুট করে নিয়ে যায়। এসময় ক্যাশ ড্রয়ারে তালা ভেঙে  ৫০ হাজার টাকা নিয়ে যায়। কয়েকজন মিলে দোকানের সামনে থাকা একটি লরি গাড়ি নিয়ে যায়। লরিটির মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। প্রাণ নাশের চেষ্টায় মাথায় সজোরে আঘাত করে, তবে সরে গিয়ে প্রাণে বেঁচে যাই। তবে মাথায় বিরাট আঘাত পাই। চিৎকার করলে আশপাশের লোকজন চলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করেছি। তবে হামলাকারীরা এখনো হুমকি অব্যাহত রেখেছে। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই মামলায় আসামিরা সবাই জামিনে আছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় আওয়ামী নেতা কর্মীরা জামিন না পাওয়ায় আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : বিশেষ সূত্রে জানা যায় গত (২৪ ডিসেম্বর) মঙ্গলবার নেত্রকোনায় আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন আসামিরা। এসময় হট্টগোল সৃষ্টি হয়। এই ঘটনার সময় আসামিদের পাশে থাকা এক যুবককে মারধর করার অভিযোগও ওঠেছে। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এমনই ঘটনা ঘটেছে […]

নেত্রকোনায় বোরো আবাদে ব্যস্ত হাওরাঞ্চলের কৃষক, দেখা দিয়েছে শ্রমিক সংকট

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার ১০ উপজেলার মধ্যে তিনটি হাওরাঞ্চল। এই তিন উপজেলা হলো মোহনগঞ্জ, খালিয়াজুরী ও মদন। এ তিনটিতে বর্তমানে পুরোদমে চলছে বছরের প্রধান ফসল বোরো ধানের আবাদ। প্রতিদিনই তীব্র শীত উপেক্ষা করে বোরো আবাদে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে শ্রমিক সংকটের কারণে বোরো আবাদ করতে […]