দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইবি শিক্ষার্থীরা

Share the post
ইবি প্রতিনিধি: বন্যায় প্লাবিত হয়ে দেশের ১১ টি জেলায় প্রায় অর্ধ কোটির বেশী মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। মানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের সহায়তা করতে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যার্তদের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনব্যাপী বন্যায় আক্রান্তদের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছেন তারা। কখনো নৌকা আবার কখনো ভ্যানে করে ত্রাণসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন তারা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, জেলা সমিতি ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রায় সপ্তাহব্যাপী বন্যাকবলিত মানুষের জন্য ফান্ড কালেকশনের কাজ করেন। এরপর সব একত্র করে ৭ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের ত্রাণসামগ্রী নিয়ে দুটি বাস যোগে নোয়াখালী ও লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ইতোমধ্যে নোয়াখালীর টিম পাঁচগাঁও ইউনিয়নের আবুতোরাব নগর গ্রামে পৌঁছে সেখানে যারা ত্রাণ পায়নি এখনো তাদের খুঁজে বাড়ি বাড়ি যেয়ে ত্রাণসামগ্রী দিচ্ছেন তারা। এছাড়াও প্রায় ১০০০ প্যাকেট ত্রাণ নোয়াখালী এবং লক্ষ্মীপুরের বিভিন্ন পয়েন্টে ক্যাম্পাসের স্টুডেন্টরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। সেখানে দেওয়া শেষ হলে বাকি অংশ নিয়ে তারা ফেনীর উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন।
নোয়াখালী যাওয়া শিক্ষার্থী আসিফ বলেন, এখানে তেমন কোনো সমস্যা হচ্ছে না, স্থানীয় সবাই অনেক হেল্পফুল। তবে এখানের সবাই ত্রাণ চাচ্ছে কিন্তু আমাদের পক্ষে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছেনা। আমরা বেছে বেছে যারা প্রকৃতপক্ষে যোগ্য এবং আগে একবারও ত্রাণ পায়নি তাদের দেওয়ার চেষ্টা করছি। এখানে আমরা ৫০ টা পরিবারকে দেওয়ার জন্য ত্রাণ নিয়ে এসেছি। টিমের বাকীরা অন্যান্য পয়েন্টে দিচ্ছেন। মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। লক্ষ্মীপুর টিমের ইয়াহিয়া বলেন, রাস্তায় জ্যামের কারণে আমাদের আসতে একটু দেরি হয়ে যায়। গতকাল রাতে বিশ্রাম করে আজকে টোটাল ত্রাণ ৩ ভাগে ভাগ করে একভাগ ক্যাম্পাসের বাসে রেখে বাকি দুইভাগ স্থানীয়দের সহায়তায় আমরা ৩টি স্পটে ত্রাণসামগ্রী বিতরণ করি। এখানে প্রায় বুক সমান পানি রয়েছে। আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা সাঁতার কেটে মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। বন্যার্ত মানুষের যে হাহাকার, তা বলে বোঝানো যাবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নওগাঁর মান্দায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। গত রবিবার (২৭ অক্টোবর) পার-কালিকাপুর গ্রামে ঘটনা টি ঘটে। স্থানীয় এলাকাবাসী ও মসজিদ মমিটির সাধারণ সম্পাদক মোঃ সুবুজ হুসেন জানান, রাতের অন্ধকারে পার-কালিকারপুর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য লাগানো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলে […]

সীমান্তে দুই বাংলার মিলন মেলা

Share the post

Share the postকুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দূর্গাপূজার বিসর্জনে কিছু সময় আনন্দ উৎসবে মেতেছিল দুই বাংলার মানুষ। বাংলাদেশ-ভারত দুই দেশের সীমান্তরক্ষীদের উপস্থিতিতে মাথাভাঙ্গা নদীর দুইপাড়ে বসেছিল এ মিলন মেলা। বিজয়া আনন্দে তারা আত্মীয়তার বন্ধনও করেছে অটুট। ওপারে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শিকারপুর সীমান্ত আর এপারে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ সীমান্ত। মাঝখানের সরু মাথাভাঙ্গা […]