নেত্রকোনার আটপাড়া যুবদলের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত -১৫
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়ায় যুবদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যার পর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও দলীয় লোকজনের তথ্যমতে জানা গেছে, আটপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল ইসলাম খান মাজু’র নবম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আটপাড়া উপজেলার অডিটোরিয়ামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী যোগদান করেন। মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীরা হিলালীকে নিয়ে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি নেন। হিলালীকে দলীয় কার্যালয়ে প্রবেশে বাঁধা দিতে নেত্রকোনার-৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসানের সমর্থক উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ তার লোকজনদের নিয়ে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান কবিরের লোকজনের উপর হামলা করেন।
এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়। পরে নূর ফরিদের লোকজন ছত্রভঙ্গ হয়ে গেলে বিএনপি নেতাকর্মীরা হেলালীকে দলীয় কার্যালয় নিয়ে যান। এরমধ্যে আটপাড়া থেকে সেতুর বাজার হয়ে নেত্রকোণা যাওয়ার কথা ছিল হিলালীর। কিন্তু নূর ফরিদ হামলা করার কারণে ঝামেলা এড়াতে তিনি বানিয়াজান হয়ে অভয়পাশা দিয়ে নেত্রকোণা যান। উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রায়হান কবির জানান, শুক্রবার বিকেলে মাজু চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে আমাদের নেতা ড. রফিকুল ইসলাম হেলালী কে নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় নাজমুল হাসানের সমর্থক যুবদলের সদস্য সচিব নূর ফরিদ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি সহ আমার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। ফরিদ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। কয়েকদিন আগেও সেনাবাহিনী তাকে ডেকে শাসিয়েছেন। পরবর্তীতে এরকম কোন কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।
যুবদলের সদস্য সচিব নূর ফরিদকে একাধিকবার ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। যুগ্ন আহ্বায়ক রায়হান কবিরের উপর হামলার কথা স্বীকার করে উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক জানান, অডিটরিয়ামে আমরা শান্তিপূর্ণভাবে দোয়া ও মিলাদ মাহফিল শেষ করি। তার কর্মকাণ্ডে উপজেলা যুবদল বিব্রত।আটপাড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাসুম চৌধুরী জানান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল ইসলাম মাজু মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপি’র সদস্য সচিব ও কেন্দ্রীয় নেতা ড. রফিকুল ইসলাম হিলালী মিলাদ ও দোয়া মাহফিলে যোগদান করেন। আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সযোগী সংগঠন এর মধ্যে কোন গ্রুপিং নেই। তবে ফরিদ অতর্কিত ঝামেলা করেছে। এ ব্যাপারে জেলার নেতৃবৃন্দ সাথে কথা বলবো। নেত্রকোনা জেলা বিএনপি’র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, রায়হান কবির বিএনপি নিবেদিত লোক। সে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক। তার উপর যুবদলের সদস্য সচিব নূর ফরিদ হামলা করেছে। যেহেতু জেলা যুবদলের কমিটি নেই এজন্য কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দকে বিষয়টি জানানো হবে।