শেষ পর্যন্ত এই পৃথিবীতে জায়গা হল না বরিশালের বিষপান করা সেই প্রেমিক জুটির
শাওন অরন্য ,বরিশাল প্রিতিনিধি।
বরিশালে বিষপান করা সেই প্রেমিক জুটি অবেশেষ মৃত্যুর কাছে হার মানলো। বরিশাল জেলাস্থ আগৈলঝাড়া উপজেলার রত্নাপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের হীরা লাল বৈরাগীর মেয়ে পূজা এবং একই ইউনিয়নের বারপাইকা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে প্রকাশ। দু’জনেই দু’জনকে খুব ভালোবাসতেন। দীর্ঘদিনের প্রেম তাদের। বয়স কম, তাই তাদের পরিবার রাজি হচ্ছিলো না বিয়েতে। আর এ কারণেই বিষপান করে দু’জন মিলে। এর পরিণতিটাও হলো করুণ। কেউ বেঁচে রইলো না পৃথিবীতে। প্রেমিকার উপবৃত্তির টাকায় বিষ পানের ৩৬ ঘণ্টা ব্যবধানে প্রেমিকা ও প্রেমিক দুজনের মৃত্যু হলো। শনিবার সকাল ১১টায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে প্রেমিক প্রকাশ বিশ্বাস (১৭) মারা যায়। এর আগে বৃহস্পতিবার রাত ১টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রেমিকা পূজা বৈরাগী (১৪)।