শিকড়ের অস্তিত্বকে ধারণ ও লালন করতে হয়- কবি অরুণ দাশ গুপ্ত নারায়ণহাট বাজার/কলেজিয়েট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সম্মামনা প্রদান ও পিকনিক সম্পন্ন
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজার/কলেজিয়েট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রাক্তন শিক্ষক ও গুণীজন সম্মাননা এবং পিকনিক ১৩ই মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে নগরীর বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের আহ্বায়ক আলহাজ্ব শওকত হোসেন শিকদারের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সহ সম্পাদক ও বিশিষ্ট কবি সাহিত্যিক কবি অরুণ দাশ গুপ্ত।
প্রধান অতিথির বক্তব্যে অরুণ দাশ গুপ্ত বলেন, “আজকের এই আয়োজন একটি মিলনমেলায় পরিণত হয়েছে। যা আমাকে সত্যিকার অর্থে আনন্দিত ও বিমোহিত করেছে। শিকড়কে কখনো ভুলা যায়না। শিকড়ের অস্তিত্বকে ধারণ ও লালন করতে হয়।”
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রোমানা নাওয়ার ও নাছির উদ্দীন চৌধুরীর যৌথ সঞ্চালনায় আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ হাসান।
সংবর্ধেয় অতিথি ছিলেন নৌ কমান্ডো আবু মুছা চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু নির্মল কান্তি মহাজন, এ্যাড. প্রকাশ চন্দ্র সেন, অধ্যাপক হারাধন মহাজন, শাহাজাহান চৌধুরী, মোঃ আবুল কালাম, আহমেদ ছাবের, দীলিপ কুমার নাথ, বুলবুল কান্তি পাল, মেজবাহ উদ্দিন, ডাঃ মনোরঞ্জন দে, আবুল খায়ের সিকদার প্রমুখ।
পাশাপাশি মরণোত্তর সম্মাননা দেওয়া হয় দাঁতমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম কাজী সিরাজুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক সুনিল রঞ্জন ভৌমিক, মরহুম জাহাঙ্গীর চৌধুরী, মরহুম মাওলানা লোকমান হোসেন, মরহুম তাজুল ইসলাম, দীলিপ কান্তি ভৌমিক, প্রদীপ কান্তি ধর’কে।
বক্তব্য ও স্মৃতিচারণ করেন ড. মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ সরকারের সচিব শওকত আকবর, বিজিএমইএ’র সাবেক প্রথম সহ সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, আয়েশা বেগম, জয়নাল আবেদীন, নারায়ণহাট ইউপির সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদসহ প্রমুখ।
উপস্থিত ছিলেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ যথাক্রমে শাহ আলম, খুরশীদ আলম, নূরুল আলম, গিয়াস উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম, আব্দুল আজিজ, ইমরুল কায়েস, রাকিবুল আলম চৌধুরী, মুরাদ মাহমুদসহ প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, মধ্যাহ্ন ভোজ, স্মৃতিচারণ পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র সহ আরো অনেক আয়োজন।