রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী কর্তৃক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন
মোঃ আদিব রহমান (টাঙ্গাইল প্রতিনিধি)
রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী কর্তৃক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়,এর মাধ্যমে নুতুন ভাবে ক্লাব এ নুতুন মেম্বারদের আগমন দেখা যায়।উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন রোটারিয়ান আব্দুল মুত্তালিব প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ টাঙ্গাইল ও সেক্রেটারি রোটারিয়ান প্রদীপ কুমার ঝন্টু সেক্রেটারি রোটারি ক্লাব অফ টাঙ্গাইল।রোটারিয়ান ডক্টর রতন চন্দ্র সাহা পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ টাঙ্গাইল ও বিশেষ অথিতি ভারত হতে সুব্রত দাস ।তাছাড়াও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট ট্রেজারার রোটার্যাক্টর দেবান দত্ত ও ডেপুটি ডিআরআর রোটার্যাক্টর শুভ ঘোষ ,জোনাল রিপ্রেজেনটিভ রোটার্যাক্টর এস এইচ সোহাগ ও রোটার্যাক্ট কামরুল হাসান ।আরো উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রোটার্যাক্টর প্রতীক গুন ও সেক্রেটারি রোটার্যাক্টর নিশাত জাহান সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।সফল ভাবে উক্ত অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি বর্তমান ক্লাবের মেম্বারদের কাজের প্রতি উৎসাহ বাড়ানোর জন্য তাদের কাজের উপর মূল্যায়ন করা হয় ও পুরুস্কার দেয়া হয়।ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সাথে বিগত বছরের কুইজ চ্যাম্প -২০১৯ এর বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয় তাদের সার্টিফিকেট হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে ক্লাবে সকল সদস্যদের উপস্থিতে উৎসবমুখর পরিবেশে নুতুন নবাগত মেম্বারদের মাঝে রোটার্যাক্ট সম্পর্কে ধারণা দেয়া সহ বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন উপস্থিত রোটারিয়ানবৃন্দ ও রোটার্যাক্টরবৃন্দ ।নুতুনদের আগমনে নুতুন নেতৃত তৌরির লক্ষে রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী টাঙ্গাইল যেন এমন ভাবেই কাজ করতে পারে সেই জন্য সকলের দোয়া ও সাহায্য কামনা করেছেন ক্লাবের সকল রোটার্যাক্টরবৃন্দ ।