ঘরে ৫১২ লিটার তেল, সাবেক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার
ব্যবসায়ী বা ডিলার না হয়েও বাড়িতে ৫১২ লিটার সয়াবিন তেল মজুত করায় লালমাটিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এ কথা জানান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার বাসায় অভিযান চালায় পুলিশ।
আটক ব্যক্তির নাম লায়েকুজ্জামান। তার বিরুদ্ধে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। সে মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছেন বিপ্লব কুমার সরকার।
উপ-পুলিশ কমিশনার বলেন, সম্প্রতি সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় অনেকেই সয়াবিন তেল অবৈধভাবে মজুত রেখেছে, এমন তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর এলাকায় শুক্রবার অভিযান পরিচালনা করে ওই ৫১২ তেল জব্দ করা হয়।
পুলিশ আরো জানিয়েছে, রমজান মাসকে সামনে রেখে এই তেল মজুত করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে লায়েকুজ্জামান। চলতি মাসের ৬ তারিখ থেকে সে তেল মজুত শুরু করে বলেও জানিয়েছে পুলিশ।
বিপ্লব কুমার সরকার আরো বলেন, এই সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে থাকেন। এ বাসাতেই তিনি বিভিন্ন সময়ে সংগ্রহ করা তেলের মজুত করেন। লায়েকুজ্জামান রমজানে বাড়তি দামে তেল বিক্রির জন্য মজুত করেছেন বলে জানায় পুলিশ।
বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, লায়েকুজ্জামান কোনো ব্যবসায়ী বা ডিলার নন। প্রাথমিকভাবে এটি তার ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য বলেই মনে হয়েছে। ৫১২ লিটার তেল মজুত করা ফৌজদারি অপরাধ, এটি সংকট সৃষ্টির অপ প্রয়াস বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, লায়েকুজ্জামানের কাছে তেল কেনার রসিদ দেখতে চাইলে তিনি কেবল ৪০ লিটার তেলের রসিদ দেখাতে পেরেছেন। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে তেল মজুতে এই এক ব্যক্তির পাশাপাশি কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।