ঘরে ৫১২ লিটার তেল, সাবেক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

Share the post

ব্যবসায়ী বা ডিলার না হয়েও বাড়িতে ৫১২ লিটার সয়াবিন তেল মজুত করায় লালমাটিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এ কথা জানান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার বাসায় অভিযান চালায় পুলিশ।

আটক ব্যক্তির নাম লায়েকুজ্জামান। তার বিরুদ্ধে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। সে মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছেন বিপ্লব কুমার সরকার।

উপ-পুলিশ কমিশনার বলেন, সম্প্রতি সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় অনেকেই সয়াবিন তেল অবৈধভাবে মজুত রেখেছে, এমন তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর এলাকায় শুক্রবার অভিযান পরিচালনা করে ওই ৫১২ তেল জব্দ করা হয়।

পুলিশ আরো জানিয়েছে, রমজান মাসকে সামনে রেখে এই তেল মজুত করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে লায়েকুজ্জামান। চলতি মাসের ৬ তারিখ থেকে সে তেল মজুত শুরু করে বলেও জানিয়েছে পুলিশ।

বিপ্লব কুমার সরকার আরো বলেন, এই সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে থাকেন। এ বাসাতেই তিনি বিভিন্ন সময়ে সংগ্রহ করা তেলের মজুত করেন। লায়েকুজ্জামান রমজানে বাড়তি দামে তেল বিক্রির জন্য মজুত করেছেন বলে জানায় পুলিশ।

বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, লায়েকুজ্জামান কোনো ব্যবসায়ী বা ডিলার নন। প্রাথমিকভাবে এটি তার ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য বলেই মনে হয়েছে। ৫১২ লিটার তেল মজুত করা ফৌজদারি অপরাধ, এটি সংকট সৃষ্টির অপ প্রয়াস বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, লায়েকুজ্জামানের কাছে তেল কেনার রসিদ দেখতে চাইলে তিনি কেবল ৪০ লিটার তেলের রসিদ দেখাতে পেরেছেন। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে তেল মজুতে এই এক ব্যক্তির পাশাপাশি কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভোলায় জিঙ্ক সমৃদ্ধ ধান সংরক্ষণে সচেতনতামূলক ক্যাম্পেইন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিঙ্ক সমৃদ্ধ ধান সংরক্ষণে হারমেটিক সাইলো ব্যবহারের ওপর সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং-এর পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের […]

চরভদ্রাসনে এতিম নাতি নিয়ে মাজেদা বেগমের জীবনসংগ্রাম

Share the post

Share the postসাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর জেলা প্রতিনিথি) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সবুল্যা মাতুব্বরের ডাঙ্গার বাসিন্দা বৃদ্ধা মাজেদা বেগম জীবনের শেষ প্রান্তে এসে দুঃখ-কষ্টে জর্জরিত। বয়সের ভারে ন্যুব্জ এই নারী একমাত্র নাতিকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।সাত বছর বয়সী নাতির মা মারা যান পাঁচ বছর আগে। এর কিছুদিন পর বাবাও সন্তানকে ছেড়ে চলে যান। এরপর থেকেই এতিম […]