ঝালকাঠিতে মিমাংসার কথা বলে ডেকে ৫জনকে কুপিয়ে জখম
মোঃ সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির পৌনাবালিয়ায় ঐতিহ্যবাহী শিববাড়ী মেলার প্রথম দিনে পার্শবর্তী এলাকায় দুই দল যুবকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৫জন আহত হয়েছে। মঙ্গলবার (১মার্চ) রাত সাড়ে ৯টায় লালমোন সাইক্লোন সেন্টারের সামনে এ সহিংসতার ঘটনা ঘটে। এতে আহতদের ঝালকাঠি হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হলে ২জনকে সেখানে চিকিৎসা দিলেও আশংকা জনক অবস্থায় ৩জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পূর্ব বিরোধে মিমাংসা করার কথা বলে ডেকে নিয়ে প্রতিপক্ষরা ধাড়ালো রামদা ও চাকু নিয়ে এ হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় আহতের পিতা ফারুক সিকদার বাদী হয়ে বুধবার (২ মার্চ) দুপুরে ঝালকাঠি থানায় এজাহারাবেদন জমা দিয়েছে। গুরুত্বর আহতদের স্বজনরা জানায়, কয়েকদিন পূর্বে তাদের বন্ধু নাগপাড়া গ্রামের মজিদ হাওলাদারের পুত্র রাকিবের সাথে লালমোন গ্রামের পলাশ সিকদারের বিরোধ বাধে। তবে স্থানীয়রা দুপক্ষকে ডেকে মিমাংশা করে দেয়।
মঙ্গলবার সকালে শিববাড়ী মেলা এলাকায় পুনারায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এনিয়ে রাত ৮টার দিকে পলাশের ভাই রহমান সিকদার রাকিবকে ফোন করে মিমাংসা করার কথা বলে তাদের বাড়ীর কাছে আসতে বলে। রাকিব তার বন্ধু ফরিদ সিকদারের পুত্র রিফাত সিকদার (২০), ফারুখ সিকদারের পুত্র তাওহিদ সিকদার (২০), কবির খার পুত্র রফিক খা (২০)ও ইবু হাওলাদারের পুত্র সোহাগ (১৯) কে সঙ্গে নিয়ে একটি অটোরিক্সায় ওঠে। পূর্ব থেকেই ধাড়ালো অস্ত্র নিয়ে ওঁত পেতে থাকা পলাশ সিকদার ও রহমান সিকদারসহ ৩/৪জন হামলা চালায়। এসময় ধাড়ালো অস্ত্রের আঘাতে রাকিবের পেটের ভূরি বেরিয়ে যায়। তাওহিদের মেরুদন্ডের উপর চাকু ডুকিয়ে দেয়া হয় ও রাকিবের বাম হাতের কব্জির রগ কেটে ফেলা ছাড়াও অন্যদের শরিরের বিভিন্ন স্থানে জখম হয়। এলোপাথারি কুপিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে ও চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। সর্বশেষ রাত সোয়া ১২ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে আহত রিফাত-তাওহিদের আত্মীয় মনির জানায়, হাসপাতালে আনার পরেই আহত ৩জনকে অপারেশন থিয়েটারে নিলে রিফাতকে রাত ৫টা অপারেশন থিয়েটার থেকে বের করে আইসিইউতে নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে। ৭২ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তার প্রান নিয়ে সংশয় প্রকাশ করেছে। এ বিষয়ে পোনাবালিয়ার ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন জানায়, ঘটনার সময় তিনি শহরে অবস্থান করলেও এলাকায় এসে ঘটনা শুনেছি। কয়েকদিন পূর্বে রাকিবের সাথে পলাশের ঝগড়া হলে স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দেয়। আজ আবার তাদের মধ্যেই সংঘর্ষ হয়। এ ব্যাপারে ঝালকাঠি থানা পুলিশ ঘটনার পর সদর হাসপাতালের জরুরী বিভাগ থেকে আহতদের নাম তালিকা সংগ্রহ করেছে। বুধবার দুপুরে আহত তাওহিদের পিতা ফারুক সিকদার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। এজাহার রেকর্ডের বিষয় প্রক্রিয়াদিন রয়েছে।