

সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : ১লা মার্চ ২০২২ নেত্রকোনায় ‘জাতীয় বীমা’ দিবস পালিত হয়েছে। এবারের বিমা দিবসের শ্লোগান ” বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে”। বর্ণাঢ্য আয়োজনে ১লা মার্চ নেত্রকোনায় পালিত হয়েছে ‘জাতীয় বীমা দিবস ২০২২’।
মঙ্গলবার ১লা মার্চ সকাল ১০টায় নেত্রকোনা গ্রন্থকার মাঠে প্রধান অতিথি হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত জাতীয় বীমা দিবসের উদ্বোধন করেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট এস এম মশিউর রহমান।
এসময় জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ইনচার্জ মাসুম হাসান জামাল।
‘জাতীয় বীমা দিবস ২০২২’ উপলক্ষে সারাদেশের ন্যায় নেত্রকোনায় ও শোভাযাত্রা, বীমা প্রতিষ্ঠানসমূহে পোস্টার-ব্যানার দিয়ে সজ্জিতকরণ, গ্রাহকদের জন্য বিশেষ সেবা প্রদান, ট্রাকে সীমিত সংখ্যক লোক নিয়ে বীমা বিষয়ে গান প্রচার, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশ ইন্স্যুারেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুারেন্স ফোরাম বিমা দিবস উপলক্ষে যৌথভাবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। এছাড়া বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের জোন অফিস নেত্রকোনা ছোট বাজার হাসেম প্লাজার (৫ম তলায় ) বিশেষ মেলা রেফেল ড্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৬০ সালের ১ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। সেই দিনকে স্মরণীয় করে রাখতে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। সে অনুযায়ী সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ও পালিত হয়ে আসছে জাতীয় বীমা দিবস।