হেলিকপ্টারে এলেন বর, কিন্তু বিয়ে হয়নি

Share the post

প্রবাসী দম্পতির মেয়ের বিয়ে। তাই রাখা হয়েছে ‘রাজকীয়’ আয়োজন। আর বিয়েটা স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে এসেছিলেন বর। কিন্তু প্রশাসনের বাধায় বিয়েটি আর হলো না। বরকে বিদায় নিতে হয়েছে মুচলেকা দিয়ে।

বিয়ের সব আয়োজন ঠিকঠাক থাকলেও কন্যার বয়সে ছিল গড়মিল। হিসাব মিলাতে বিয়ের অনুষ্ঠানে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।


কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় ক্ষণিকেই বন্ধ হয়ে যায় বিয়ের সব আয়োজন। ফলে কনে ছাড়াই ফিরে যেতে হয়েছে বরকে। শুধু তািই নয়, শেষমেশ মুচলেকা দিতে হয়েছে বর ও কনে পক্ষকে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন আগে উপজেলার কান্দাপাড়া গ্রামের ইতালি প্রবাসী বাবুল তালুকদার ও দুবাই প্রবাসী সুমী আক্তার দম্পতির মেয়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা সদরের মো. আলেক মিয়ার ছেলে মো. শাহজালালের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। হেলিকপ্টারে করে নববধূকে নিতে আসেন বর শাহজালাল। হেলিকপ্টারে আসা বরের সঙ্গে মাত্র তিনজন আত্মীয় ছিলেন। সড়ক পথে গাড়িতে আসেন বাকি বরযাত্রী।

তবে বাল্য বিয়ের খবর পেয়ে দুপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আপাতত বিয়ে বন্ধ করা হয়েছে। পরবর্তী সময়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে সম্পন্ন করবে এই মর্মে মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার

Share the post

Share the post সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মো. মাসুদ রানা (৩৬) নামে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত মাসুদ রানা উপজেলার সদর ইউনিয়নের লাল মিয়া বাজার (বামনডহর) এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের দিকে মাসুদ রানাকে জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত […]

দুর্গাপুর গণহত্যা দিবস পালিত

Share the post

Share the postদুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধি :নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। আলোচনা শুরুর আগে গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্ব ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য […]