৮১ দিন পর বাসায় ফিরবেন খালেদা জিয়া

Share the post

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। টানা দুই মাস ১৯ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন তিনি।রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে তার বাসভবন ফিরোজায় যাবেন খালেদা জিয়া এমনটাই জানিয়েছেন দলীয় নেতা ও কর্মকর্তারা।

 

বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির বলেছেন, আজ সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হবে।

দীর্ঘদিনের চিকিৎসা শেষে বর্তমানে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে বিকেলে এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করবেন তার মেডিকেল বোর্ড। এর আগে গত ১৩ নভেম্বর নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি প্রধানকে। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে করোনারি কেয়ার ইউনিটে নেয়া হয় তাকে।

গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। পাশাপাশি তার পরিপাকতন্ত্রে কয়েকবার রক্তক্ষরণ হওয়ায় শারীরিক ভাবে বেশ জটিল পরিস্থিতিতে পড়েন তিনি। এছাড়া ডায়াবেটিস ও কিডনিজটিলতা আছে তার। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া দরকার বলেও নিশ্চিত করেন চিকিৎসকরা।

এর মধ্যে সেবা-পরিচর্যায় তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলে সিসিইউ থেকে ৯ জানুয়ারি রাতে কেবিনে স্থানান্তর করা হয় বিএনপি প্রধানকে।

এর আগেও করোনা আক্রান্ত হওয়ার পর একই হাসাপাতালে প্রায় দুই মাস চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তারও আগে একবার চিকিৎসা নিয়েছেন ২৬ দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চোরাচালান, মাদক দমন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড দক্ষিণ জোন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১: বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক দমন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে নানামুখী দায়িত্ব পালনের মাধ্যমে […]

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]