খুলনা তেরখাদায় জাতির পিতার ম্যুরাল বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেঞ্চুরি উদ্বোধন

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),স্টাফ রিপোটার খুলনা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল ‘বঙ্গবন্ধু স্টেট ম্যান অব দ্য সেঞ্চুরি’ এর উদ্বোধন অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দুপুরে খুলনার তেরখাদা উপজেলার বি.আর.বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রতিটি বিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক হতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে। তিনি বলেন, এই ম্যুরালের মাধ্যমে শিক্ষার্থীরা জাতির পিতাকে জানতে পারবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম কেউ বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না।
উদ্বোধন অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তৃতা করেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন ও জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মল্লিক সুধাংশু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মল্লিক ও শুভেচ্ছা বক্তৃতা করেন নবনির্বাচিত সভাপতি সুনীল কুমার বালা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এছাড়া মুজিব শতবর্ষ ও আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে খুলনা ভারতীয় সহকারী হাই কমিশনারের উদ্যোগে বিদ্যালয় চত্বরে ১০০টি বৃক্ষরোপণ করা হয়। পরে অতিথিবৃন্দ মাইকেল মধুসূদন একাডেমির নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষারআলো বিস্তারে অগ্রণী ভুমিকা পালন করছে। শুধু তাই নয়, বিদ্যালয় চত্বরে নির্মিত জাতির পিতার ঐতিহাসিক ম্যুরাল, গণহত্যার স্মৃতিফলক, শহীদ মিনার ও মুক্তমঞ্চ বিদ্যালয়টিকে মুক্তিযুদ্ধের চেতনার বিদ্যাপীঠ হিসেবে পরিচিত করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে হাজতির মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা হাজতি সামির খান-(২৫) মারা গেছেন (হাজতি নং- ৫৬৭১/২৫)। শুক্রবার সকাল ৮ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিজয়নগর থানায় একটি মামলা আছে। মামলা […]

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে কলারোয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে কলারোয়া বেগম খালেদা জিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির […]