চট্টগ্রাম চান্দগাঁও থানার উদ্যোগে বাসে ফুটপাতে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার জন্য সচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহন
চট্টগ্রাম সংবাদ: প্রায়ই রাস্তায় বের হলে দেখা যায় ছিনতাই পকেটমার এবং মলম পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় পড়ে আছে রাস্তার পাশে অনেক মানুষ। কিছু মানুষ তার স্বার্থ উদ্ধার করার জন্য এই কার্যক্রমগুলো পরিচালনা করে। তারি লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন চান্দগাঁও থানার উদ্যোগে বাসে ফুটপাতে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার জন্য সচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহন করা হয়েছে।
এর অংশ হিসেবে আজ সকালে চাঁন্দগাও থানার অন্তর্ভুক্ত বিভিন্ন লোকাল বাস ও ফুটপাতে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন চাঁন্দগাও থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চাঁন্দগাও থানার অন্তর্ভুক্ত বিভিন্ন লোকাল বাস এবং গাড়িতে পরিদর্শন করে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্য নানারকম লিফলেট বিতরণ করা হয়। এ সময় এই সচেতনতা মূলক কার্যক্রমের চাঁন্দগাও থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।