নেত্রকোণায় আগুনে পুড়ানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণা জেলার কলমাকান্দায় হাত পা বাঁধা অবস্থায় আগুনে পুড়ানো মুজিবুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামের নিজ বাড়ির পুকুরের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।নিহত মুজিবুর তেরোতোপা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। সে গরু ব্যবসায়ী ছিলো।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটেছে জানায় পুলিশ ও গ্রামবাসী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিহতের বাড়ি থেকে প্রায় ২শত গজ দূরে জমিতে আগুন দেখতে পেয়ে গ্রামবাসী ছুটে যায় আগুনের কাছে। ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসী দেখতে পায় পা বাঁধা অবস্থায় আগুনে পোড়ানো হচ্ছে এক ব্যক্তির দেহ।পরে একপর্যায়ে আগুন নিভে যাওয়ার পর পুড়ে যাওয়া মরদেহটি মুখ-মণ্ডল দেখে মুজিবুরের দেহ বলে সনাক্ত করে তার স্বজনরা।
এসময় থানা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে কলমাকান্দা নিয়ে আসা হয়। এব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোঃ আব্দুল আহাদ খান জানান, মরদেহটি পা বাঁধা ও গলায় কাপড় পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধকরে হত্যার পর শরীরে খর দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জের মোবারকপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

Share the post

Share the postইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘের আয়োজনে শনিবার (১৫ মার্চ) বিকেলে মাঝাটোলা গ্রামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। কোরআন […]

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি : থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভূক্ত তিনটি বিভাগ এবং কলা অনুষদের একটি বিভাগের সমন্বয়ে গঠিত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয় আগামী ১৬ মার্চ দুপুর ১২ টা থেকে ২৮ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে […]