৭ মার্চ খুলনা জেলা স্টেডিয়ামে ১৯,২০০ শিশু বঙ্গবন্ধুর কালজয়ী ঐতিহাসিক ভাষণ উচ্চারিত করবে শিশুরা★

সাইফুল ইসলাম তাহসান: কাউন্টডাউনের এর প্রথম প্রহরে মুজিববর্ষ’ অনুষ্ঠানটির ধারাবাহিকতায় খুলনা জেলা স্টেডিয়ামে ১৯ হাজার ২শ’ শিশু বঙ্গবন্ধুর অংশগ্রহণে ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণ’ উচ্চারিত করবেন। আগামী ৭ মার্চ বিকেল ৩টা ২০ মিনিটে এর আয়োজন করেছে খুলনা জেলা প্রশাসন। বর্তমানে এই ভাষণটি শুধুমাত্র জাতীয় সম্পদ নয়, বরং আন্তর্জাতিক ভাবে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ডকুমেন্টারি হেরিটেজ স্বীকৃত। জেলা প্রশাসন খুলনার আয়োজনে এবং ‘ শিশু ইন্টিগ্রিটি এবং শিশু বঙ্গবন্ধু ফোরাম’ এর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষভাবে প্রশিক্ষত শিশু বঙ্গবন্ধুর অংশগ্রহণে ৭ই মার্চ, ১৯৭১ তারিখে বঙ্গবন্ধু যে সময় তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) ভাষণ প্রদান করেন, ঠিক সেই সময়ে খুলনায় ঐতিহাসিক কালজয়ী ভাষণ উচ্চারিত হবে। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন মহলের মানুষেরা এই দৃশ্যটি দেখার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে বলে জানা যায়।