ফুলপুরে কাভার্ড ভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মোঃ আবু রায়হান,ফুলপুর, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছে । ২৩ নভেম্বর মঙ্গলবার আনুমানিক রাত ৭ঃ৩০ মিনিটের সময় ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক মহাসড়কে বাঁশাটি মধ্যে পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহীর সাথে শেরপুর গামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
নিহত ব্যক্তিরা হলেন ফুলপুর পৌর এলাকার দিউ গ্রামের নাজমুল হক দুলালের ছেলে মোঃ সাকিব (৩৫) ও একই গ্রামের আমজাদ আলী সিকদারের ছেলে আজাহারুল সিকদার( ৩৬) ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান এ ঘটনায় পুলিশ এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। লাশের সুরতহাল পূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। চালক মোঃ আনোয়ার হোসেন(৫০) শেরপুরের নওহাটা গ্রামের মৃত আবুল হোসেন ছেলে গাড়ি নং – ঢাকা মেট্রো অ – ১৪- ১৫৭৭।