প্রেমিকার সাথে আপত্তিকর অবস্থা দেখে ফেলায় ৪ ঘাতকের সহায়তায় ওই শিশুকে খুন করে পাষণ্ড পিতা

Share the post

কুমিল্লার দেবিদ্বারে চাঞ্চল্যকর ফাহিমা আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‌্যাব। পরকীয়া প্রেমিকার সাথে আপত্তিকর অবস্থা দেখে ফেলায় ৪ ঘাতকের সহায়তায় ওই শিশুকে খুন করে পাষণ্ড পিতা। এ ঘটনায় র‌্যাব ফাহিমার ঘাতক বাবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। পরকীয়া প্রেমিকার সাথে আপত্তির দৃশ্য দেখা ফেলায় বিষয়টি ফাঁস হয়ে পড়ার আশংকায় প্রথমে ছুরিকাঘাত এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বস্তায় ভরে খালে ফেলা দেয়া হয়।গত ৭ নভেম্বর রাতে এ ঘটনা ঘটেছিল জেলার দেবিদ্বার পৌর এলাকায়। ফাহিমা পৌর এলাকার চাঁপানগর গ্রামের আমির হোসেনের কন্যা। বুধবার বিকালে গ্রেপ্তারকৃতদের দেবিদ্বার থানায় হস্তান্তর করে র‌্যাব।

 

সাংবাদিকদের এসব তথ্য জানান, র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাকিব হোসেন। এছাড়াও একই ঘটনার বিষয়ে বুধবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। পরে বিকালে গ্রেপ্তারকৃতদের বিকালে দেবিদ্বার থানায় হস্তান্তর করে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর বিকাল থেকে দেবিদ্বার উপজেলার চাঁপানগর গ্রামের আমির হোসেনের মেয়ে ফাহিমা আক্তার নিখোঁজ হয়। এ বিষয়ে তার বাবা দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ঘাতক বাবাই মেয়েকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করেন। ১৪ নভেম্বর দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের একটি খাল থেকে ওই শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র‌্যাব। র‌্যাবের তদন্তে বেড়িয়ে আসে পরকীয়া প্রেমিকার পরিকল্পনা অনুসারে শিশু ফাহিমাকে নৃশংসভাবে খুন করা হয়। মঙ্গলবার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে হত্যায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ফাহিমার ঘাতক বাবা আমির হোসেন (৩০), একই বাড়ির পরকীয়া প্রেমিকা লাইলি আক্তার (৩০), একই এলাকার রবিউল আউয়াল (১৯), রেজাউল ইসলাম ইমন (২২) ও সোহেল রানা (২৭)।

 

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাকিব হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে ভিকটিমের বাবা আমির হোসেন জানিয়েছে প্রতিবেশী লাইলি আক্তারের সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিল। গত ৫ নভেম্বর তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশু ফাহিমা। এতে লাইলি আক্তার ও আমির হোসেন ভয় পেয়ে যায়। বিষয়টি ফাঁস হয়ে যেতে পারে এমন আশংকায় ফাহিমাকে খুন করার পরিকল্পনা চূড়ান্ত করে। পরে টাকার বিনিময়ে ভাড়া করা হয় এলাকার রবিউল আউয়াল, রেজাউল ইসলাম ইমন ও সোহেল রানাকে।

 

র‌্যাব অধিনায়ক আরও বলেন, ঘাতকরা ফাহিমাকে হত্যার পুরো বর্ণনা দিয়েছে, তারা জানিয়েছে ফাহিমাকে খুন করতে গত ৭ নভেম্বর বিকালে তার বাবা তাকে বাড়ি থেকে কৌশলে নিয়ে বের হন। রাতে দেবিদ্বার পুরান বাজারের দক্ষিণে নদীর তীরে ফাহিমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে আমির হোসেন প্রথমে তার মেয়েকে ছুরিকাঘাত এবং লাইলী আক্তারসহ অন্যরা হত্যায় সহায়তা করেন। পরে মরদেহ বস্তায় ভরে ঘাতক রেজাউল ইসলাম ইমনের ঘরে একদিন লুকিয়ে রাখে। পর দিন ৯ নভেম্বর রাতে বস্তা ভর্তি লাশটি একটি খালে ফেলে দেয়া হয়। দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডে থানা পুলিশ তদন্তে র্যািবকে সহায়তা করেছে। এতে স্বল্প সময়ে হত্যাকাণ্ডের রহস্য বের হয়েছে। র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ফেসবুক পোস্টের জেরে ইবি শিক্ষককে শিক্ষার্থীদের ধাওয়া

Share the post

Share the post ফেসবুক পোস্টের জেরে ইবি শিক্ষককে শিক্ষার্থীদের ধাওয়া ইবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল নামকরণের দিন বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্ট করার জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদভুক্ত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলামকে ধাওয়া দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার […]

জবিস্থ পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শায়ন-শামীম

Share the post

Share the post মোঃ হৃদয় (জবি প্রতিনিধি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত পিরোজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ পিরোজপুর  জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ  বিভাগের শিক্ষার্থী মোঃ শায়ন গাজী সভাপতি এবং একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. শামীম হাসান কে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার ( ১১-ই […]