চট্টগ্রামে মণ্ডপে হামলায় যুব অধিকার পরিষদের ৩ নেতা
চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রামের জেএম সেন হল পূজা মণ্ডপের প্রধান ফটকে হামলার ঘটনায় যুব অধিকার পরিষদের তিন নেতা জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় যুব অধিকার পরিষদের ৩ নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় পুলিশ।বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক নাছির, সদস্য সচিব মিজানুর ও বায়েজিদ থানা শাখার আহ্বায়ক রাসেলের পরিকল্পনায় গত ১৫ অক্টোবর চট্টগ্রামে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিল থেকেই জেএম সেন হল পূজা মণ্ডপে হামলা হয়।এ ঘটনায় এ পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে, রংপুরের পীরগঞ্জের করিমপুর মাঝিপাড়ায় অগ্নিকাণ্ড, হামলা ও লুটপাটের ঘটনায় পৃথক তিনটি মামলায় আরো ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হলো।পুলিশ জানায়, গত রোববার রাতে মাঝিপাড়ায় ফেসবুকে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়।এই মামলায় গতকাল তিন জনকে গ্রেফতার করা হয়। এর আগে আরও ৫৫ জনকে গ্রেপ্তা করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনকে পীরগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।