ইকবালের কাজে মর্মাহত তারপরিবার

Share the post

কুমিল্লার নানুয়াদীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় সিসিটিভির ফুটেজে দেখা ইকবালকে ধরিয়ে দেয়ার দাবি জানিয়েছে তার পরিবার। ইকবালের কাজে তারা মর্মাহত বলেও দাবি করেছে। তার দায়িত্ব নিতে রাজি নন পরিবারের কেউ। ক্ষুদ্র ব্যবসায়ী নূর আহমেদ আলমের তিন ছেলে, দুই মেয়ের মধ্যে সবার বড় ইকবাল।বুধবার রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের তেলিকোনা সাহাপাড়ায় ইকবালের পরিবারের ভাড়া বাসায় গিয়ে দেখা যায় ঘরটি তালা।

পরে বাড়ির মালিক ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, নানুয়ার দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকেই এ পরিবারের লোকেরা বাসায় অনিয়মিত ছিলেন। ইকবালকে কখনো বাসাটিতে দেখেননি বলেও দাবি করেন তারা।ঘটনার পর থেকে বাবা নূর আহমেদ আলম ও ছোট ভাই ছোটনকে নিয়ে ইকবালকে খুঁজছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, ইকাবালের মামা তাজির ইসলামও আছে পুলিশের কাছে। এরপর থেকে পরিবারের অন্য সদস্যরা; ইকবালের বোনের বাসায় অবস্থান করছেন।

ইকবালের ছোট ভাই রায়হানকে সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখালে- সে নিশ্চিত করে এটি তার বড় ভাই ইকবাল। পূজামণ্ডপের ঘটনায় দুঃখ প্রকাশ করে ইকবালকে ধরিয়ে দেয়ার জানান তার মা বিবি আমেনা।কুমিল্লা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, দ্রুততম সময়েই এই যুবককে গ্রেপ্তার করা সম্ভব হবে এবং পুলিশের সংগ্রহে থাকা আরও কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই ঘটনায় জড়িত সবার অপরাধ প্রমাণে সহায়ক হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চোরাচালান, মাদক দমন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড দক্ষিণ জোন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১: বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক দমন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে নানামুখী দায়িত্ব পালনের মাধ্যমে […]

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]