আনোয়ারা উপজেলা যুবলীগের শান্তি-সম্প্রীতি র্যালী ও সমাবেশ
আনোয়ারা শান্তি-সম্প্রীতি র্যালী ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৯ অক্টোবর বিকালে কমিউনিটি সেন্টার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহŸায়ক শওকত ওসমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সৈয়দ। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য নিজামুল হক, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ জালাল, এরশাদ আলী সোহেল, রাশেদ রিভেল, মোবারক হোসেন, ওসমান সরোয়ার খোকন, মোহাম্মদ আবছার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সোলাইমান, যুবলীগ নেতা জাহেদ শাহ, সাজ্জাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা তেফায়েল আহমেদ, সিইএফএল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ উদ্দিন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইলিয়াছ, মিয়া হান্নান, মোক্তার, মুন্না, মিটন, নাঈম, মাসুদ, সালাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এদেশে হিন্দু মুসলামান একসাথে বসবাস করে আসছে। স্বাধীনতা বিরোধীরা এই সম্প্রীতি সহ্য করতে পারেনা। তাই বারবার তারা উস্কানিমূলক কর্মকান্ড করে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেষ্টা চালায়। কিন্তু ,স্বাধীনতার পক্ষের আওয়ামীলীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তাদের সেই আশা পূরণ হবেনা। বাংলাদেশ যুবলীগ ঐক্যবদ্ধভাবে তাদের সেই প্রচেষ্টা রুখে দেবে।