মিরসরাইয়ে নৈশ প্রহরী নুরুল আমিনকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বত্তরা

Share the post

মিরসরাইয়ে একটি স’মিলের দায়িত্বরত নৈশ প্রহরী নুরুল আমিনকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার (১ অক্টোবর) রাতে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ কমরআলী রাস্তার পাশে ছোটন চৌধুরীর স’মিলে এই ঘটনা ঘটেছে। শনিবার (২ অক্টোবর) সকালে স’মিলের পেছনে হাত-পা বাঁধা অবস্থায় নুরুল আমিনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। চোরের দল ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও স’মিলের মোটর সহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
নিহত নুরুল আমিন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়কমলদহ এলাকার দলিলুর রহমান বাড়ির মৃত আহম্মেদুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ২ মেয়ে রয়েছে।

স’মিলের মালিক ছোটন চৌধুরী বলেন, শুক্রবার রাতে বড়কমলদহ এলাকায় অবস্থিত আমার স’মিলের পানির মোটর, ৩টি ট্রান্সফমার চুরি করে নিয়ে যায় চোরের দল। এসময় বাঁধা দেওয়ায় নৈশপ্রহরী নুরুল আমিনকে চোরের দল হাত পা বেঁধে হাতুড়ি ও গাছ দিয়ে পিটিয়ে হত্যা করে। তিনি দু’বছর যাবৎ নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এলাকায় নুরুল আমিনের সাথে কারো ঝামেলা বা শত্রুতা নেই। প্রাথমিক তদন্তে ও এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু ধারনা করছি স’মিলে চুরি করতে আসা চোরের দলকে চিনে ফেলায় তাকে হাত পা বেঁধে পিটিয়ে খুন করা হয়েছে। সুরতহালে তাঁর মাথায়, পায়ে ও কানে আঘাতের চিহৃ দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হচ্ছে। এঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]