চট্টগ্রামের সিটি গেট থেকে অবৈধ ৩২টি গাড়ি জব্দ
নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৩২টি গাড়ি জব্দ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগ।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ গাড়িগুলো জব্দ করা হয়।
সিটি গেট এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোস্তফা আল মামুন বলেন, ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ স্যারের নির্দেশে আমাদের নিয়মিত অভিযানে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসছি। তারই সূত্র ধরে সিটি গেট এলাকায় মঙ্গলবার অভিযান পরিচালিত হয়েছে। যেসব গাড়ির কাগজপত্রে অসঙ্গতি রয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।