শেরপুরের ধান-চাল ব্যবসায়ী ইব্রাহিমকে গলা কেটে হত্যা।।
রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ধান চাল ব্যবসায়ী ইব্রাহিম আলী (২২) কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গাবতলী উপজেলার ছয়মাইল এলাকা থেকে গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত ইব্রাহিম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খামারগাতি গ্রামের আশরাফ আলীর ছেলে। সে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামে ধান চালের ব্যবসা করতো।পুলিশ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বগুড়া থেকে জাহিদ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের নাদির হোসেনের ছেলে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, শেরপুর থেকে কৌশলে ডেকে নিয়ে গাবতলীতে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। শীঘ্রই হত্যা রহস্য উন্মোচন হবে বলে তিনি জানান।