নোয়াখালীতে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ
নোয়াখালীর মাইজদীতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেছে সাংসদ একরামুল করিম চৌধুরীর সমর্থকরা। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় আহত হয় অন্তত ৫ জন।
আওয়ামী লীগের তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ৬টা থেকে মাইজদি পৌর এলাকায় জারি আছে ১৪৪ ধারা। বেলা পৌনে ১২টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে জেলা শহরের টাউন হল মোড় থেকে সাংসদ একরামুল করিম চৌধুরীর সমর্থকরা মিছিল শুরু করে।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মিছিলটি এলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর থেকে সতর্ক অবস্থানে আছে পুলিশ ও র্যাব সদস্যরা। শহরের বিভিন্ন মোড়ে টহলের পাশাপাশি জমায়েত দেখলেই ছত্রভঙ্গ করে দেয়া হচ্ছে।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। একই সময় পৌর সভায় আলোচনা সভা ও র্যালির ঘোষণা দেন বসুরহাট মেয়র আব্দুল কাদের মির্জা।