ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা

Share the post

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরীতে আসছে রোহিঙ্গারা। সম্প্রতি পালিয়ে আসা এমন ৬২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের আশঙ্কা, প্রশাসনের নজরদারি না বাড়ালে রোহিঙ্গাদের মাধ্যমে মিরসরাই অঞ্চলে মাদকদ্রব্যের বেচাকেনা বাড়বে। নষ্ট হতে পারে শান্তিপূর্ণ পরিবেশ।

২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সরকারের নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দেয় সরকার। যেখান থেকে পরবর্তীতে বেশ কিছু রোহিঙ্গা পালিয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এবছরের শুরুর দিকে প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয় নোয়াখালীর ভাসানচরে নির্মিত আশ্রয় কেন্দ্রে। কিন্তু সম্প্রতি সেখান থেকেও পালিয়ে যায় কিছু রোহিঙ্গা। তাদের কেউ কেউ আশ্রয় নিচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে ওঠা বঙ্গবন্ধু শিল্পনগরীতে।

গত কয়েকমাসে এখান থেকে চারদফায় ৬২ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ পুলিশ। সাগরপথে ভাসানচর থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারপরও এই প্রবণতা থামছেনা। এতে দুশ্চিন্তায় শিল্পনগর এলাকার সাধারণ মানুষ। তাদের আশঙ্কা, রোহিঙ্গারা ছড়িয়ে পড়লে এই অঞ্চলে মাদকসহ নানা অপকর্ম বেড়ে যাবে। এজন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানালেন, রোহিঙ্গাদের এই অঞ্চলে ছড়িয়ে পড়া ঠেকাতে কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল নিশ্চিত করতে মন্ত্রণালয়ে জানানো হয়েছে।

এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে বলেও আশা করছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি,যুবকের মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : সাভারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (১৯) নামে এক যুবককের মৃত্যু হয়। এরআগে গত ৯ আগস্ট গণপিটুতি দিয়ে পুলিশের হাতে তুলে দেন পথচারীরা। রোববার (১৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। এরআগে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে […]

রাকসু’র ভোটার তালিকায় নাম না আসায় ভুক্তভোগী শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রাকসু’র ভোটার তালিকায় নাম সংযুক্ত করে নির্বাচন করার বৈধতা চেয়ে অথবা রাকসুতে জমা হওয়া ফি ফেরত দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মো. সারোয়ার জাহান। তিনি রাজশাহীর […]