অসহায় নারীর পাশে দাঁড়িয়ে প্রশংসার আবরণে ওসি চাঁন্দগাও মোঃ মাঈনুর রহমান
মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): অসহায় এক নারীর পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশের পরিচয় দিলেন সি এম পি চাঁন্দগাও থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ মাঈনুর রহমান।০১ সেপ্টেম্বর, বুধবার ২০২১ বিকেলে চাঁন্দগাও থানার আওতাধীন শমসের পাড়া এলাকায় বসবাসরত, স্বামী পরিত্যক্ত এক মহিলা প্রসব বেদনায় কাতরাতে থাকলে, স্থানীয় জনগণ থানায় খবর দেয়। সংবাদ পেয়ে ওসির নির্দেশে থানা পুলিশ দ্রুত ঐ মহিলাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করে দেন। সেখানে একটি পুত্র সন্তান জন্ম দেন তিনি।
ওসি মোঃ মাঈনুর রহমান এর ফেইসবুকে দেয়া স্ট্যাটাস থেকে জানা যায়, মেয়েটির নাম মিনু আক্তার (২২), গর্ভবতী হওয়ার পর মেয়েটির স্বামী, দায়িত্ব না নিয়ে পালিয়ে যায়। মেয়েটি অসহায় অবস্থায় জীবন যাপন করছিল।
মিনু আক্তারের প্রসব বেদনা শুরু হলে দেখার মতো কেউ ছিল না। পরে তাকে থানা পুলিশের একটি ফোর্স পাঠিয়ে হাসপাতালে ভর্তি করাই। সে একটি ফুটফুটে বাচ্চা সন্তান জন্ম দেয়। মা এবং বাচ্চা কে দেখতে গিয়েছিলাম, তার নাম রেখেছি সাইফুল্লাহ। মিনু ও তার সন্তানের দায়িত্ব এখন থেকে আমি নিলাম। মিনুর স্বামীর অবর্তমানে পরিবারের দায় দায়িত্ব আমার। আমিই তাদের দেখভাল করবো। আমাদের সবার সন্তানেরা থাকে যেন দুধে ভাতে। মানবিক কাজে সহায়তা করার জন্য বিশেষ ধন্যবাদ এস আই মোস্তাফিজ কে।