উত্তরা-পল্লবী মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল আজ
দেশের প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে আজ। পরীক্ষামূলক এ চলাচলে কোনো যাত্রী পরিবহন করা হবে না। উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০২২ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হওয়ার কথা। পূর্বপ্রস্তুতি হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে ৪ ঘণ্টা এর গতিবিধি পর্যবেক্ষণ করেন তারা। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত যাতায়াত করেছে এই ট্রেন। আর এতে কোনো সমস্যা দেখা দেয়নি।