ঈশ্বরদীতে পদ্মা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই।
ঈশ্বরদীতে পদ্মার বিপৎসীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ মিটার।আজ শুক্রবার সকাল ৬টায় পানির উচ্চতা মাপা হয়েছে ১৪ দশমিক ১৭ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে বর্তমানে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
সর্বশেষ ২০১৯ সালের ১ অক্টোবর এই পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছিলো বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই প্রায় ৭-৮ সেন্টিমিটার করে পানি বাড়ছে নদীতে৷ ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন আড়ামবাড়িয়া ও গোপালপুর নদীর তীরবর্তী এলাকায় ইতোমধ্যে বাঁধের ওপর দিয়ে পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে। এভাবে পানি বাড়লে আগামী দুই-তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষ।
পাবনা পানি উন্নয়ন বোর্ড বলছে, পদ্মায় ১৪ দশমিক ১৭ মিটার পানি প্রবাহিত হচ্ছে। একদিনে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদীতে আরো পানি বৃদ্ধি পেতে পারে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, এখনই উদ্বিগ্ন হওয়ার মতও সময় আসেনি। কারণ আগামী অক্টোবর পর্যন্ত পদ্মা নদীতে পানি বাড়তে থাকবে।