তিন দফা রিমান্ড শেষে কারাগারে সাজ্জাত

Share the post

চট্টগ্রাম সংবাদ: ডিজিটাল নিরাপত্তা আইনে সাতকানিয়া থানায় দায়ের হওয়া মামলায় দুই দিনের রিমান্ড শেষে চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা ও আওয়ামী লীগ নেতা সাজ্জাত হোসেনকে আদালতে হাজির করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী রিপন দে।

এর আগে গত ১৯ জুলাই সাজ্জাত হোসেনকে কোতোয়ালী থানার মামলায় ৫ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। পরে একই থানা পুলিশ সাজ্জাতকে আরও দুই দিনের রিমান্ডে নেয়। সর্বশেষ তাকে সাতকানিয়া থানার মামলায় দুই দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করেছে পুলিশ। এ নিয়ে আওয়ামী লীগ নেতা সাজ্জাতকে তিন দফা রিমান্ডে নিল পুলিশ।

প্রসঙ্গত, গত ১২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তার ছোটভাই ডা. বিদ্যুৎ বড়ুয়াকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরের কোতোয়ালী ও জেলার সাতকানিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাজ্জাতের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়।

সাতকানিয়া থানায় সাজ্জাত হোসেনসহ দুজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। অন্যদিকে সিএমপির কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের স্বেচ্ছাসেবক শেখ মোহাম্মদ ফারুক চৌধুরী।

তবে যাদের বিরুদ্ধে সাজ্জাত ফেসবুকে পোস্ট দিয়েছেন, তাদের কেউই মামলাগুলোর বাদি নন। এর একটি মামলার বাদি পৌরসভার এক মেয়র এবং অন্যটি করেছেন ফটিকছড়ির এক বাসিন্দা।

গত ১৮ জুলাই ভোর সাড়ে তিনটার দিকে ঢাকার রূপনগর থানার সহায়তায় বোনের বাসা থেকে আটক করে সাজ্জাতকে মিন্টু রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]