চাঁদাবাজি মামলায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার

Share the post

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বাসায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।এর আগে শহরের বিশ্বাস এলাকার মোহাম্মদ আলী শাহাজাদার মেয়ে মৌসুমি আক্তার হাজি মোর্শেদের বিরুদ্ধে অবৈধ ভূমি দখলসহ নিজের নিরাপত্তা চেয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।


এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছর উচ্চ শিক্ষার জন্য আমি দেশের বাইরে যাওয়ার জন্য বিশ্বাস বেতকা মৌজায় নিজের ৬ শতাংশ বাড়ি বিক্রির চেষ্টা করি। বাড়ি কেনার ক্রেতারা আমার সঙ্গে কথা বলে চলে যাওয়ার পর বর্তমান কাউন্সিলর তাদের হুমকি ধমকি দেন। আমার জমি কিনলে তাদের হাত-পা কেটে ফেলারও হুমকি দেন।

মোর্শেদ আমার বাড়িটি নাম মাত্র মূল্যে ২০-২৫ লাখ টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করতে বলেন। তবে আমার বাড়িটির মূল্য প্রায় কোটি টাকা। আতিকুর রহমান মোর্শেদকে বাড়ি দিতে অস্বীকার করলে তিনি আমাকে বলেন, অন্য কারো কাছে বাড়ি বিক্রি করলে তাকে মোটা অংকের চাঁদা দিতে হবে। অন্যথায় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
পরবর্তীতে আমি গত বছরের ২০ অক্টোবর নিজের পরিবারের সকলের নিরাপত্তার কথা উল্লেখ করে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এরপর ২৩ অক্টোবর তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়। এমনকি আমার মামলার সাক্ষী চাচাতো ভাইয়ের স্ত্রী তৃষাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন মোর্শেদ। আমাদের বাড়িতে খুনাখুনি হবে বলেও তিনি ভবিষ্যৎ বাণী করেন।

পরে মামলা তুলে নিতে আতিকুর রহমান মোর্শেদ আমার বাবা মোহাম্মদ আলী শাহাজাদাকে হুমকি ধমকিও দেন। নিজের বাড়িতে বসবাস করতে পারেনা বলেও অভিযোগ করেন তিনি। এই অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবার হাজি মোর্শেদকে প্রথমে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ। পরে তার বাসায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এফ,কে,আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ফরিদুজ্জামান

Share the post

Share the postমোঃ আলমগীর হোসাইন,কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধিঃ  মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী মেট্রো থানা ৭নং ওয়ার্ড ও গাজীপুর মহানগর সহ কোনাবাড়ীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এফ,কে,আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ফরিদুজ্জামান। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী মেট্রো থানা ৭নং ওয়ার্ড জরুন, পেয়ারাবাগান অবস্থিত সুনামধন্য শিক্ষা […]

সৌদির সঙ্গে মিল রেখে রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল ফিতর উদযাপন

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের (নাপিতের হাট বাজার) অর্ধশত পরিবারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।আজ শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় উপজেলার ডহরশংকর এলাকায় দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন, […]