বছরে একবার সরকারি চাকুরেদের ডোপ টেস্ট

Share the post

মাদকের ব্যবহার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে ঢোকার সময় এবং বছরে একবার ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তরুণ প্রজন্মকে রক্ষায় শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানেও ডোপ টেস্ট চালু করা হবে, জানান তিনি।

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মাদক পাচার, মাদক ব্যবহারের উর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বছরে একবার ডোপ টেস্টের আওতায় আসবেন। ড্রোপ টেস্টে কারও পজিটিভ ফল আসলে ব্যবস্থা নেয়া হবে।

মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানেও ড্রোপ টেস্ট চালু হবে, জানান মন্ত্রী। বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থী ও নতুন শিক্ষকরা আসবেন ডোপ টেস্টের আওতায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি কয়েকটি ভয়ংকর মাদকের চালান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে প্রবেশ করে। এ ধরনের মাদক চোরাচালান রোধে ডাক বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে, জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে ধর্ষণের বিরুদ্ধে উত্তাল জনতা, দ্রুত বিচারের দাবি

Share the post

Share the postদুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: মাগুরার শিশু আছিয়াসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে সময় সংস্কৃতি চর্চা কেন্দ্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন হাতে সড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন […]

ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না – ডা. শফিকুর রহমান

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না। এ জন্যই আমাদের লড়াই। আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার শুধু নই, বিচারের রায় ও কার্যকর করতে হবে। তাছাড়া আগামী ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় […]