চসিক এর ২৭নং ওয়ার্ডে টিকা দান কর্মসূচি উদ্বোধন
চট্টগ্রাম সংবাদ: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ছয় দিনে ৩২ লাখ মানুষকে টিকা দিতে গণটিকাদান কার্যক্রম চলছে দেশজুড়ে। সারাদেশের মতো চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৩২৬টি কেন্দ্রে চলছে গণটিকাদান কার্যক্রম। মহানগরে ১ম দিন প্রায় ৫০ হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত। চট্টগ্রামের ১৫ উপজেলায় ১৯০টি ইউনিয়নে টিকা দিতে সকাল থেকে কেন্দ্রে ভিড় করেছেন ২৫ বছর ও তদূর্ধ্বরা।
তারই আলোকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডে আজ সকালে এই গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজের সার্বিক ব্যবস্থাপনায় তিনটি কেন্দ্রে একদিনে প্রায় 900 টিকা দেয়া হবে। সকাল থেকে ২৭নং ওয়ার্ডের প্রত্যেকটি কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। প্রত্যেকটি কেন্দ্রে 300 করে 1৫০ জন পুরুষ এবং ১৫০ জন মহিলা এই টিকার আওতাভুক্ত হবে আজকে।