অসহায়দের মাঝে চিটাগং ক্রাউন রোটারি ক্লাবের খাবার বিতরণ
চট্টগ্রাম সংবাদ: ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন পরিবার। রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন পরিবার সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এই কার্য্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে ক্লাব মেম্বাদের গাড়ি দিয়ে ঘুরে ঘুরে চট্টগ্রাম ভাসমান মানুষ,বিভিন্ন ফুটপাথ, বস্তি এলাকা ও রেললাইনের পাশে বসবাসকারী ছিন্নমূল দুই শতাধিক মানুষের মধ্যে কাছে এ খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে ও এই ধরনের কার্য্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ক্লাবের সভাপতি রোটারিয়ান জিয়া উদ্দিন হায়দার৷
এই কার্য্যক্রম উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান জিয়া উদ্দিন হায়দার, প্রেসিডেন্ট ইলেক্ট ইমতিয়াজ বাবলা,সহ সভাপতি কামরুজ্জামান রুমান, চার্টার সেক্রেটারী আবদুল আহাদ,ডাঃ শাফায়াত, সাজিবুল সাজিব, আমিনুল করিম, রোটার্যাক্টর মো: ইমন, আশফি,ফারিয়া,তুহিন অভি, শমর, স্বপ্নিল।