মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক।
মোঃজাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জে মাধবপুর উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক জগদীশপুর (তেমুনিয়া) প্রবেশদ্বারে অভিযান চালিয়ে দুই মাদক পাঁচারকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮জুলাই) সকাল ৬:৩০ মিনিট সময়ে অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ ২জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেন মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। আটককৃতরা হলো মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগান ২০নং ডিভিশন গ্রামের পিতামৃত কিরন রেলীর ছেলে লিটন রেলী (৩৫), একই এলাকার পিতামৃত অনিল কর্মকারের ছেলে মিঠন কর্মকার (৩২)।
তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আমরা ২৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছি ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।