চট্টগ্রাম কাস্টমস হাউসের বিরুদ্ধে ঘুষ না দেওয়ায় লাইন্সেস স্থগিতের অভিযোগ করেছেন সিএন্ডএফ এজেন্ট রফিকুল আলম প্রাইম ক্লিয়ারং হাউস।

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম কাস্টমস হাউসের বিরুদ্ধে ঘুষ না দেওয়ায় লাইন্সেস স্থগিতের অভিযোগ করেছেন সিএন্ডএফ এজেন্ট রফিকুল আলম প্রাইম ক্লিয়ারং হাউস। আর তাই বৃহস্পতিবার (১৭ জুন) বিষয়টির প্রতিবাদ জানিয়ে দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন কাস্টম হাউসে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম কাস্টম হাউস সিএন্ডএফ এসোসিয়েশন।

জানা যায়, প্রায় এক মাস আগে আমদানিকারক প্রতিষ্ঠান এসআর এন্টার প্রাইজ চীন থেকে প্রায় ২০০০ কেজি ওজনের কিছু কার্টার মেশিন আমদানি করেন, যেগুলোর এইচএস কোড ছিলো ৮২০৩৪০০০। গত ১৬ জুন সিএন্ডএফ এজেন্ট প্রাইম ক্লিয়ারং হাউসের মালিক রফিকুল আলমকে ৬০ হাজার টাকা ঘুষের বিনিময়ে জরিমানা বাদে ৩১ হাজার টাকা দিয়ে শুল্কায়ন সমাপ্তির প্রস্তাব দেন চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন। তবে এই প্রস্তাবে রাজি না হয়ে জরিমানা দিয়ে শুল্কায়ন করে পণ্য খালাসের কথা বললে এক পর্যায়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। এরপর রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিনের অভিযোগের ভিত্তিতে সিএন্ডএফ এজেন্ট রফিকুল আলম প্রাইম ক্লিয়ারং হাউসের লাইন্সেস স্থগিতের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম কাস্টমস হাউস।May be an image of 11 people, people standing and people sitting

লাইন্সেস বাতিল হওয়া সিএন্ডএফ এজেন্ট প্রাইম ক্লিয়ারং হাউসের রফিকুল আলম বাংলাধারাকে বলেন, ‘অনিয়মে ভরপুর হয়ে আছে চট্টগ্রাম কাস্টমস হাউস। ঘুষের টাকা না দেওয়ায় গতকাল আমার লাইন্সেস স্থগিত দিয়েছে তারা।’তিনি আরো বলেন, ‘চায়না থেকে আমদানি হওয়া কার্টার মেশিন গুলোর শুল্কায়ন চলছিলো ৮-বি শুল্কায়ন শাখায়। রাজস্ব র্কমকর্তা নিজাম উদ্দিন আমার কাছেন ৬০ হাজার ঘুষ চান কিন্তু আমি দিতে রাজি না হওয়ায় আমাকে হেনস্তা করে। এছাড়া ঊর্ধ্বতন র্কমকর্তার কাছে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আমার প্রতিষ্ঠানের লাইন্সেস স্থগিত করে দিয়েছে।’May be an image of 2 people, people standing, crowd and outdoors

এই বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব র্কমকর্তা নিজাম উদ্দিনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।এইদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ফখরুল আলম বাংলাধারাকে বলেন, ‘ঘুষের কারণে লাইন্সেস স্থগিত করা হয়েছে এমন ঘটনার ব্যাপারে আমি অবগত নই। লাইন্সেস বাতিল বা স্থগিতের বিষয়ে আমাদের লাইন্সেস বিষয়ক আলাদা কর্তৃপক্ষ আছেন, তারা ভালো বলতে পারবেন।’May be an image of 21 people, people standing and people sitting

তিনি আরো বলেন, ‘অবৈধ সুবিধা না দেওয়ায় আমাদের এক রাজস্ব র্কমকর্তাকে মারতে উদ্যত হয় একটি সিএন্ডএফ এজেন্টের মালিকপক্ষ।’চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বাংলাধারাকে বলেন, ‘ঘুষের বিষয়টি বিবেচনা না এনে বরং ১০ মিনিটের মাথায় লাইন্সেস স্থগিত হওয়ার বিষয়টি নজিরবিহীন। লাইন্সেস স্থগিত ও আরো নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা র্কমবিরতি পালন করছি। আমাদের দাবি গুলো মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে।’

বিষয়টিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টা থেকে প্রায় পাঁচশত সিএন্ডএফ এজেন্ট র্কমবিরতি কর্মসূচী পালন করছে। এতে বন্ধ রয়েছে শুল্ক আদায়। ফলে ১৫০ থেকে ২০০ কোটি টাকা রাজস্ব আদায় বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]