লড়াকু ছবির নায়ক রুবেলের ৫৯ তম জন্মদিন

Share the post

মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): ১৯৮৬ সালে আলোড়ন সৃষ্টিকারী মার্শাল আর্ট ভিত্তিক বাংলা চলচ্চিত্র ‘লড়াকু’ সিনেমার নায়ক মাসুম পারভেজ রুবেল এর ৫৯তম জন্মদিন ছিল গত ৩রা মে ২০২১ সোমবার। তার জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন মিডিয়াতে ব্যাপক আকারে সংবাদ প্রচার করা হয়। এই ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে রুবেলের সূচনা। ছবিটি প্রযোজনা করেছিলেন মাসুদ পারভেজ সোহেল রানা এবং ছবিটির নির্মাতা ছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার প্রয়াত শহীদুল ইসলাম খোকন। ‘বুকে আছে মন, মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা… রুবেল অভিনীত লড়াকু সিনেমার গান। আলম খানের সুরে গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা। এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তখন। কক্সবাজারের পর্যটন এলাকা এবং সমুদ্রের মাঝে ট্রলার দিয়ে শুটিং এর বিভিন্ন দৃশ্য ধারণ ছিল চমত্কার। মার্শাল আর্ট এর সুনিপুণ কলা কৌশল ব্যবহার করে তৈরী করা ছবিটি তরুণদের প্রভাবিত করতে সক্ষম হয়েছিল। আশি নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে মার্শাল আর্ট ছবি মানেই রুবেল এর নাম উঠে আসতো। তরুণদের মাঝে ঢাকাইয়া চলচ্চিত্রের ‘ব্রুসলি’ নামে ও পরিচিত ছিলেন তিনি।

‘লড়াকু’ সিনেমার পরপরই রুবেল অভিনীত ‘উদ্ধার’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্ঠি’, ‘হুংকার’, ‘বীরবিক্রম’, ‘আমিই শাহেনশাহ’, ‘বিষদাঁত’, ‘বজ্রপাত’, ‘ইনকিলাব’ প্রতিটা সিনেমায় সুপারহিট হয়েছিল। ‘অ্যাকশন কিং’ খ্যাত নায়ক রুবেল অভিনীত প্রতিটা সিনেমা দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিল। তার অন্যতম কারণ তিনি খালি হাতে অ্যকশন দৃশ্যে শুটিং করতেন। পিস্তল কিংবা ভারি কোনো অস্ত্র ব্যবহার করতেন না। দর্শকের কাছে তাই আলাদা একটা চাহিদা ছিল এই নায়কের। রুবেল অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘হুংকার’, ‘বিষদাঁত’, ‘বজ্রপাত’ ‘অকর্মা’ ‘ইনকিলাব’ ‘উত্থান পতন’ ‘সন্ত্রাস’ ‘শেষ আঘাত,’ ‘দেশ দুশমন’, ‘অর্জন’, ‘লাওয়ারিশ’, ‘অধিনায়ক’, ‘বীরযোদ্ধা’, ‘অন্যায় অত্যাচার’, ‘মহাগুরু’, ‘মিন্টু সম্রাট’, ‘লড়াই’, ‘সম্পর্ক মহাশত্রু’, ‘মৃত্যুদণ্ড’, ‘মায়ের কান্না’, ‘টপ রংবাজ’, ‘চোখের পানি’, ‘জ্বলন্ত আগুন’, ‘বীরযোদ্ধা’, ‘সম্পর্ক’, ‘অপহরণ’, ‘ঘরের শত্রু’, ‘সতর্ক শয়তান’, ‘মীরজাফর’, ‘জ্বলন্ত বারুদ’, ‘ক্ষমা নেই’, ‘রাগী’ ইত্যাদি। রুবেল প্রায় দুইশ’র বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৭টি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। এছাড়া ‘দ্যা একশন ও্যারিয়রস’ নামে নিজস্ব ফাইটিং গ্রুপ আছে তার। যারা অনেক সিনেমার অ্যকশন দৃশ্য পরিচালনা করেছেন। বাংলা চলচ্চিত্রের কর্ণধার অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানার ছোট ভাই, মাসুম পারভেজ ‘রুবেল’ তাদের আরেক ভাই কামাল পারভেজ। তিন ভাই ই বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

স্বজনপ্রীতি ও দুর্নীতি তদন্তে ইবিতে তথ্য চেয়ে নোটিশ

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি :কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিতকরণে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এসকল সংক্রান্ত তথ্য অনুসন্ধানের নিমিত্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের […]

নরসিংদীতে পোশাককর্মীর পর এবার ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Share the post

Share the post আশিকুর রহমান, নরসিংদী :- নরসিংদীর বেলাবতে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের পর এবার রায়পুরা উপজেলায় ৩ সন্তানের জননী পঞ্চাশোর্ধ এক নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। পরপর এধরণের ঘটনায় জেলাজুড়ে আতংক ছড়িয়ে পড়ছে। তবে বেলাব এর ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন […]